আর মাত্র একদিন, মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী নির্মিত এবং শাকিব খান অভিনীত বহুল কাঙ্ক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। ৫ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন।
সেখানেই কথা বলতে গিয়ে জয়া আহসান শাকিবের প্রশংসায় যেন পঞ্চমুখ হন। একপর্যায়ে তিনি শাকিব প্রসঙ্গে বলেন, ‘ও খুব লক্ষ্মী ছেলে।’ অন্যদিকে জয়াকে নিয়ে শাকিব বলেন, ‘জয়া আহসানের তুলনা জয়াই।’
‘তাণ্ডব’ নিয়ে শাকিব বলেন, “অসম্ভব ভালো নির্মাণের সিনেমা। আমি ডাবিং করেছি আর সিনেমাটা দেখেছি, কী বানাল রাফী। ‘তাণ্ডব’ অসম্ভব পরিশ্রমের সিনেমা। এর ফাইট, গান, গল্প অসাধারণ। আমি শিল্পী হয়েও মন্ত্রমুগ্ধের মতো দেখেছি।”
এই অভিনেতা বিশ্বাস করেন, ‘তাণ্ডব’ সিনেমা দর্শকের হৃদয়ে তাণ্ডব ঘটাবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, সিনেমা শতকোটির ঘরে পৌঁছাবে। পৃথিবীর বহু দেশে আমাদের সিনেমা চলে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশের থিয়েটারে বাংলা সিনেমা চলে।’
সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘প্রতিবারই দর্শক আমার ছবি দেখে সারপ্রাইজড হন, এই ছবি দেখে আরও বেশি সারপ্রাইজড হবেন।’ প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে চলেছে সাবিলা নূরের। তিনি বলেন, ‘দারুণ একটি টিম পেয়েছি। সবার সহযোগিতায় আমার চরিত্রটা ফুটিয়ে তুলেছি।’
এদিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া। আয়োজনটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।
উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।