বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবারের (২৫ বৈশাখ) জন্মজয়ন্তী উপলক্ষে তৈরি হলো দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাধো’ ও ‘ডাকঘর’। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মাণ করা হয়েছে।
কবির কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’। কবির নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’।
দুরন্ত টিভিতে ‘মাধো’ ও ‘ডাকঘর’ চলচ্চিত্র দুটি প্রচার হবে ২৫ বৈশাখ (৮ মে) রাত ১০টায়। এমনটাই নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির গণসংযোগ কর্তা মহসিনা আফরোজ। তিনি জানান, দুটি চলচ্চিত্র ছাড়াও রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান হিসেবে দুরন্ত প্রচার করবে ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’। প্রচার হবে ২৫ বৈশাখ (৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে। প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান- ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর নৃত্য পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে ‘সাধনা’র সদস্য রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রয়।
পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ এই নৃত্যানুষ্ঠান প্রচার হবে একই দিন সকাল ১০টায়।