X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে একজন অভিনেতার যাত্রাপালা ও একাকীত্বের গল্প

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
১৩ জুন ২০২৫, ১৬:১৪আপডেট : ১৪ জুন ২০২৫, ১৪:২১

দেশের মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় দীর্ঘ, সমৃদ্ধ ও সফল যাত্রা শেষে সম্প্রতি খানিকটা থিতু হয়েছেন দূরদেশ যুক্তরাষ্ট্রে। দেশের প্রথম নির্বাক টিভি সিরিজ ‘ভোলার ডায়রি’তে অভিনয়, বিকল্প ধারার টিভি শো ‘রাত বিরেতে’র পরিকল্পনা ও নির্দেশনা, ‘কমন জেন্ডার’ সিনেমায় অনবদ্য অভিনয়, বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশন-এর শিল্প নির্দেশনা, বহুমাত্রিক অনুষ্ঠান উপস্থাপনাসহ পারফর্মিং আর্টের প্রায় প্রতিটি ধাপে যিনি নিজেকে প্রমাণ করেছেন বারংবার।

আপাদমস্তক শৈল্পিক এই মানুষটি এবার আলো ছড়াতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রেও। যার শুরুটা হচ্ছে বাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যম যাত্রাপালার সূত্র ধরে। ঘটনাটি ঘটছে ১৪ জুন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় ১৫ জুন ভোর), নিউ জার্সির একটি মঞ্চে।  

সেই মঞ্চে বিলুপ্ত প্রায় যাত্রা শিল্পের একজন শিল্পীর একাকীত্বের রহস্যময় চরিত্র নিয়ে মঞ্চে উঠবেন এই অভিনেতা। একই মঞ্চে তাকে ঘিরে থাকবেন দেশের আরেক গুণী অভিনেত্রী-নির্মাতা হৃদি হক। দু’জনের সঙ্গে অভিনয়ে আরও থাকছেন সাইদ বাবু, তানভীর সামদানি, তামিমা তিথী ও জান্নাত টুম্পা।     মহড়ায় ‘ভুল থেকে ফুল’ জানা গেছে, এপিক অ্যাক্টরস ওয়ার্কশপ ইউএসএ আয়োজিত ‘সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল’-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের পক্ষে ‘সূচনা থিয়েটার’র এই বিশেষ নিবেদন।

যাতে মঞ্চে থাকা শিল্পীদের জন্য আলোক পরিকল্পনা করবেন বাবর খাদেমি ও আবু সুফিয়ান বিপ্লব, সংগীত পরিকল্পনায় কামরুজ্জামান রনি, মঞ্চসজ্জা ও প্রপস দেখছেন টিপু আলম, পোশাক পরিকল্পনায় সাবিনা আহমেদ রুপা, কোরিওগ্রাফিতে সুবর্ণা খান, কোরিওগ্রাফি টিমে আছেন সোমা মুখার্জি, মালিহা জামান, শিউলি পাল শম্পা, সাবিনা আহমেদ রুপা ও প্রযুক্তা পাল চৌধুরী।  

মঞ্চ নাটকটির গল্প প্রসঙ্গেও খানিকটা আভাস দিলেন অভিনেতা। বিলুপ্ত প্রায় যাত্রা শিল্পের একজন শিল্পীর একাকীত্বের আবরণে মোড়া জীবনে রহস্যময় কিছু আগন্তুকের আগমনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই এই নাটক এগিয়ে যাবে। নাটকটির পোস্টার নাটকটি প্রসঙ্গে নিউ জার্সি থেকে বাংলা ট্রিবিউন-এর কাছে নির্দেশকের প্রতিক্রিয়া এমন, ‘ব্যঙ্গাত্মক ভঙ্গিতে এগিয়ে যাওয়া প্রযোজনাটিতে সেট ডিজাইনে সাজেস্টিভ ফর্ম-এর ব্যাপারে জোর দেয়া হয়েছে। অভিনয় শৈলীতে প্রাধান্য দেয়া হয়েছে আমাদের চিরন্তন আবেগ প্রকাশে কিছুটা অতিরঞ্জন। আলো, মঞ্চ, সংগীত ও আবহসংগীত-এর সমন্বয়ে কালারফুল প্রযোজনা এটি। দর্শক হাস্য রসাত্মক ভঙ্গিতে সমাজের অনেক অসংগতি খুঁজে পাবে। তবে নির্মল আনন্দই হবে এর মূল উদ্দেশ্য। গল্পে ও উপস্থাপনে ফ্যান্টাসি থাকবে, যা দর্শকদের আনন্দ দিতে সহযোগিতা করবে বলে আমাদের বিশ্বাস।’

বলা দরকার, বিশেষ এই মঞ্চ নাটকটির নাম ‘ভুল থেকে ফুল’। যার রচয়িতা, নির্দেশক, প্রধান অভিনেতা, মঞ্চ পরিকল্পক একজনই; নাম তার সাজু খাদেম। মহড়ায় সাজু খাদেম ও সহশিল্পীরা

/এমএম/
সম্পর্কিত
‘আলো আসবেই’ সদস্য সাজু-ঊর্মিলাকে শোকজ লেটার
‘আলো আসবেই’ সদস্য সাজু-ঊর্মিলাকে শোকজ লেটার
বিটিভি তো নয়, যেন বিয়েবাড়ি!
বিটিভি তো নয়, যেন বিয়েবাড়ি!
‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’
তারকা যখন ভোটার‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
 ‘আলী’র ট্রেলারে ইরফান চমক!
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
নারীর সাহস ও স্বর তুলে ধরবেন তোরসা
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
কনসার্টে ছুরিকাঘাতে আহত কানাডিয়ান র‌্যাপার
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
‘এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে’
গিটারিস্টের জন্য কনসার্ট
গিটারিস্টের জন্য কনসার্ট