X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তারকা যখন ভোটার

‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’

মাহমুদ মানজুর
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪

তারকারাও ভোটার। সাধারণ মানুষের মতো তারাও উৎসাহ নিয়ে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে যাওয়ার কথা। সে ভাবনা থেকে জানতে চাওয়া, কে কোন আসনের ভোটার। এবারের নির্বাচন নিয়ে ভাবছেনই বা কী! ঠিক এমন ১০ প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতেই নানা অজুহাতে সচেতনভাবে এড়িয়ে গেছেন সিংহভাগ সিংহ তারকা! যেমন জয়া আহসান বলেছেন, তিনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে নারাজ! মিশা সওদাগর বলেছেন, নির্বাচনের সময় তিনি থাকবেন যুক্তরাষ্ট্রে। আবার পূর্ণিমা এগিয়ে একধাপ! বললেন, তার নাকি ভোটার হওয়ার বয়সই হয়নি এখনও! হাবিব ওয়াহিদের ভাষ্য, সুরের ভেলায় ভেসে বেড়ান বলে নির্বাচনের অভিজ্ঞতা তার নেই! তবে সাত-পাঁচ না ভেবে যে ক’জন তারকা আগ্রহ দেখিয়েছেন এই ভোটের গল্পে, তাদের মধ্যে অন্যতম অভিনেতা সাজু খাদেম। পড়ুন তারসঙ্গে কথোপকথন-

এক: এবারের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রতিক্রিয়া কেমন...

সাজু খাদেম: জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দেশের জন্য ও জাতির জন্য। তাই সুন্দর, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতি দিয়ে এবারের নির্বাচন শেষ হবে, সেটাই আমি আশা করছি।

দুই: কোন আসনের ভোটার আপনি?

সাজু খাদেম: ঢাকা-১৩ আসনের ভোটার।

তিন: ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন তো!

সাজু খাদেম: অবশ্যই ভোট দেবো।

চার: আগেও ভোট দিয়েছেন, অভিজ্ঞতা কেমন?

সাজু খাদেম: হুম। আগেও ভোট দিয়েছি। অভিজ্ঞতা খুব ভালো। গত বছর লালমাটিয়া মহিলা কলেজে আমার ভোটকেন্দ্র ছিলো। গিয়েছি এবং আমার ভোট আমিই দিয়েছি।

সাজু খাদেম পাঁচ: ভোটার হিসেবে কেন্দ্রে কেমন পরিবেশ চান এবার।

সাজু খাদেম: ভোটার হিসেবে অবশ্যই সুন্দর-সুষ্ঠু পরিবেশ চাই।

ছয়: আপনার পছন্দের প্রার্থীর প্রতি এবারের প্রত্যাশা কী?

সাজু খাদেম: আমার পছন্দের প্রার্থীকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে হবে। সংস্কৃতিবান হতে হবে। সুন্দর মানসিকতার লোক হতে হবে। এগুলোই আমার প্রার্থীর প্রতি প্রত্যাশা।

সাত: আপনার এলাকায় এবার ক’জন প্রার্থী নির্বাচন করছেন। তাদের চেনেন?

সাজু খাদেম: ক’জন নির্বাচন করছেন ঠিক জানি না। এবং সবাইকে যে ভালোভাবে চিনি, তাও না।

সাজু খাদেম আট: এবার বেশ ক’কজন শোবিজ তারকা প্রার্থী হয়েছেন, তাদের নিয়ে কিছু বলার আছে?

সাজু খাদেম: যারা শোবিজ থেকে এবার মনোনীত হয়েছেন, তাদের জন্য শুভকামনা। শুধু শোবিজের যোগ্যতায় তারা নির্বাচিত হবেন, সেটা আমি বিশ্বাস করি না। নির্বাচিত হবেন জনপ্রতিনিধি হিসেবে। তাদের প্রজ্ঞা, মেধা, দেশপ্রেম, কর্মক্ষমতা বিবেচনা করেই ভোটাররা ভোট দেবেন। এবং এই বিবেচনায় যারা নির্বাচিত হবে, সেটা আমাদের জন্য আরও আনন্দের হবে।

নয়: রাজনীতি নিয়ে আপনার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি?

সাজু খাদেম: আমি একজন রাজনৈতিক সচেতন মানুষ। আমি মনে করি প্রতিটি মানুষই রাজনীতি সচেতন। আমরা কেউ রাজনীতির বাইরে নই। জনগণ রাজনীতি বিমুখ হলে একটি দেশ সামনে এগুতে পারে না। তবে আমার এই রাজনৈতিক সচেতনতা কোনও চাওয়া পাওয়ার জন্য নয়। দেশটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক- এটাই চাওয়া।

দশ: তারকা হিসেবে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন…

সাজু খাদেম: ভোটারদের বলতে চাই, আপনার ভোট আপনি দিবেন। ভোটকেন্দ্রে গিয়ে দেবেন। এটা আপনার অধিকার। এটা আদায় করা আপনার দায়িত্ব। যেহেতু হালকা শীত পড়েছে, কে কী বললো না বললো এসব গায়ে না মেখে; গায়ে হালকা লোশন মেখে নির্বাচনের দিন যথাসময়ে ভোট দিতে যান। সাজু খাদেম

/এমএম/
টাইমলাইন: তারকারা যখন ভোটার
০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
৩১ ডিসেম্বর ২০২৩, ০০:২৭
২৯ ডিসেম্বর ২০২৩, ০০:১২
২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৫
‘গায়ে লোশন মেখে নির্বাচনের দিন ভোট দিতে যান’
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:২৮
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০৯
সম্পর্কিত
‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
তারকা যখন ভোটার‘ওনার মতো ভালো মানুষ রাজনীতিতে আরও আসা উচিত’
‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
তারকা যখন ভোটার‘প্রথম যেবার ভোট দিয়েছিলাম, সেই পরিবেশটা চাই’
নিজেকে ক্ষমা করে দিলাম: চমক
নতুন বছরের ইশতেহারনিজেকে ক্ষমা করে দিলাম: চমক
‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
তারকা যখন ভোটার‘প্রতিক্রিয়া সাইবেরিয়ার তুষারপাতের মতো ভীষণ শীতল’
বিনোদন বিভাগের সর্বশেষ
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
বলিউডে কোণঠাসা প্রিয়াঙ্কা!
একসঙ্গে এই অভিনেতারা...
একসঙ্গে এই অভিনেতারা...
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…