X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
চলচ্চিত্র দিবসে ঘোষণা

দরজা খুলছে বঙ্গবন্ধু ফিল্ম সিটি’র

রূপক জামান
০৩ এপ্রিল ২০১৬, ১৮:৪৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:৫৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের দীর্ঘদিনের স্বপ্ন গাজীপুর কবিরপুরের নির্মাণাধীন ফিল্ম সিটি। যার নাম ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’। শিগগিরই এটির দরজা খুলছে। আজ রবিবার জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ: বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন তথ্য সচিব মুরতজা আহমেদ।

চলচ্চিত্র দিবসে সেমিনার।তিনি বলেন, ‘সবার কাঙ্খিত এই ফিল্ম সিটি দুই পর্যায়ে উদ্বোধন হবে। প্রথম পর্বের কাজ শেষ পর্যায়ে। আমাদের পরিকল্পনা ৩০ জুন প্রথম উদ্বোধন করার। ওইদিন থেকেই সেখানে সীমিত পরিসরে শ্যুটিং করতে পারবেন নির্মাতারা।’

তিনি আরও জানান, পরবর্তীতে সেখানে অবকাঠামোগত অনেক কিছুই নির্মাণ করা হবে। সেগুলোর কাজ শেষ হতে বেশ কয়েক মাস লাগবে।

সেমিনারে উপস্থিত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান, ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ নামের পুরো প্রকল্পটি ৩০০ কোটি টাকার। আধুনিক চলচ্চিত্রের যা যা দরকার সবই থাকছে সেখানে।

এদিকে সচিব তার বক্তব্যে চলচ্চিত্রের মানুষদের খানিক তিরস্কার করে বলেন, ‘আজ এই সেমিনারে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, তা সমাধানের লক্ষ্যে আমরা আপনাদের সবাইকে অনেকবার ডেকেছি। কিন্তু কাউকেই পাশে পাইনি। কেন জানি আপনারা চলচ্চিত্রের উন্নয়ন পরিকল্পনার চেয়ে মামলা-মোকদ্দমেই বেশি পছন্দ করেন! সেটা আমারে বুঝে আসে না।’

এদিকে দেশের ৬৪ জেলায় সিনেপ্লেক্স করা প্রসঙ্গে তথ্য সচিব মুরতজা আহমেদ বলেন, ‘প্রকল্পটি চলছে কিন্তু মুশকিল হচ্ছে জমি পাওয়া নিয়ে। কারণ সরকার নিজের জমিগুলো ধরে রাখতে পারছে না।’

সেমিনারের আগে চলচ্চিত্র দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।/জেডএ/এমএম/

# দিনভর এফডিসিতে নানা আয়োজন

# ‘এখনও আমাদের সুদিন ফেরেনি’

# পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে উৎসব

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!