X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

প্রেমিকের সঙ্গে থেকেও আলাদা তৃপ্তি দিমরি!

বিনোদন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৩

অনেকদিন ধরেই বলি পাড়ায় ফিসফাস চলছিলো, প্রেম করছেন তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্ট। তারা অবশ্য প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি এখনও। কিন্তু ভক্তদের চোখ তাদের দু’জনকে একসঙ্গে ঠিকই খুঁজে নেয়। এই যেমন সম্প্রতি দু’জনই তাদের নিজ নিজ ইনস্ট্রাগ্রামে ফিনল্যান্ডে ছুটি কাটানোর এমন কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা ধরে ফেলেছেন; তাদের অবস্থান একই জায়গায়!

তৃপ্তি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে প্রচুর স্নো ফল হচ্ছে। তুষারের উপর হেঁটে যাচ্ছেন তিনি। এমনকি বেশ কয়েকটি সেলফির পাশাপাশি স্যামের তোলা কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। কালো এবং লাল শীতের পোশাকে দারুণ দেখাচ্ছে তাকে। তৃপ্তি দিমরি তুষারপাতের একটি ছোট্ট ভিডিও শেয়ার করে তৃপ্তি লিখেছেন, ‘তুষারপাতের সাক্ষী হতে পেরে ধন্য।’

স্যামও ফিনল্যান্ডের একই জায়গা রোভানিমি থেকে ছবি ও ভিডিও শেয়ার করেছেন। একসাথে তাদের সময় কাটানোর একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার জীবনে প্রথমবার এই অভিজ্ঞতা।’ প্রেমিকের সঙ্গে থেকেও আলাদা তৃপ্তি দিমরি! এছাড়াও স্যাম খাবারের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যার মধ্যে মাছ, তরকারি এবং নুডুলস রয়েছে।

আরেকট ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, তারা দু'জনে একই ফায়ারপ্লেসের ভিডিও শেয়ার করেছেন। এমনকি বরফের মধ্যে হরিণের হাঁটার ভিডিও শেয়ার করেছেন। তৃপ্তি দিমরি আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, তুষারপাতের মধ্যে হাঁটছেন এই নায়িকা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘স্নোফ্লেক্স এবং স্মাইলস…মনে হচ্ছে, জীবনের সবচেয়ে সুখী অধ্যায়গুলির একটি আজ।’ তৃপ্তি দিমরি উল্লেখ্য, বিশাল ভরদ্বাজ ও শহীদ কাপুরের সাথে একটি সিনেমায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তৃপ্তি দিমরি। সাজিদ নাদিয়াদওয়ালার প্রোডাকশন ব্যানারে নির্মিত হবে এটি। এখনও নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে। এটি মুক্তি পাবে ২০২৫ সালের ৫ ডিসেম্বর। তৃপ্তি দিমরি  

সূত্র: হিন্দুস্তান টাইমস   

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য