আমির খানকে ভাগ্যবান বলাই যায় একদিক দিয়ে। কারণ বিচ্ছেদের পরেও সাবেক দুই স্ত্রীর সঙ্গে খান সাহেবের বেশ সখ্যতা রয়েছে। এমনকি নতুন সম্পর্কে জড়ানোর পরেও আগের দুই স্ত্রী রীনা খান ও কিরণ রাও এখনও আমিরের সঙ্গে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
এইতো কয়েকদিন আগেই, আমিরের নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সাংবাদিক ডেকে পরিচয় করানোর পরপরই কিরণ আমিরের পরিবারের জন্য বিশেষ ইফতার পার্টির আয়োজন করেন।
অন্যদিকে, ঈদের দিন (৩১ মার্চ) আমিরের মা জিনাত হুসেন তার বাড়িতে একটি জমকালো ঈদ পার্টির আয়োজন করেছিলেন। সেখানে একসঙ্গে হাজির ছিলেন বলিউড পারফেক্টশনিস্টের সাবেক দুই স্ত্রী রিনা ও কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন রীনার বোন নিখাত খান এবং ফারহাত খান। আমির ও কিরণের ছেলে আজাদ রাও, আমির ও রীনার মেয়ে ইরা খান, তার স্বামী নূপুর শিখরে এবং তার মাও উদযাপনের অংশ হয়েছিলেন।
ঈদ উৎসবের পোশাকে সবাই রঙিন হয়েছিলেন। কিরণের ইনস্টাগ্রাম পোস্ট থেকে দেখা গেছে এই উদযাপনের বেশকিছু মুহূর্ত।
একটি ছবিতে রীনা ও কিরণ একসঙ্গে, হাসিমুখে পোজও দিয়েছেন। এদিন কিরণ হলুদ রঙের পোশাক বেছে নিয়েছিলেন। রীনা বেগুনি শারারা পরেছিলেন।
ছবিগুলো শেয়ার করে কিরণ রাও লিখেছেন, ‘আম্মির ঈদ সেরা এবং তিনি সবচেয়ে সুন্দরী অতিথিসেবিকা। পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে উদযাপন এবং সেরা ভোজ! আমরা আশা করি এবং প্রার্থনা করি, এই বছরটি আমাদের সকলের জন্য শান্তি এবং সুখ বয়ে আনেবে।’
বলা দরকার, আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে - ছেলে জুনায়েদ খান এবং মেয়ে ইরা খান। ২০০২ সালে আমির এবং রীনার বিবাহবিচ্ছেদ হয়। তারপর আমির ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন। ২০১১ সালে তারা সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদ রাওকে পৃথিবীতে স্বাগত জানান। ২০২১ সালে, এই দম্পতি তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
সূত্র: এনডি টিভি