X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি!

বিনোদন ডেস্ক
০৫ মে ২০২৫, ১২:৩৯আপডেট : ০৫ মে ২০২৫, ১৩:৪০

বলিউডের অন্যতম গুণী অভিনেত্রী তাপসী পান্নু। সর্বশেষ তাকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায়। সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা।

তবে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে আলাদা একটা প্রভাব বিস্তার করে আছে। সিনেমাটি এতটাই দর্শককে বিনোদন দিয়েছিলো যে, ২০২৪ সালে এর দ্বিতীয় সিক্যুয়েল নির্মিত হয়। সেবারও দর্শক দারুণভাবে সিনেমাটি গ্রহণ করে। তাপসী পান্নু দর্শক চাহিদা মাথায় রেখে আসতে চলেছে ‘হাসিন দিলরুবা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সাম্প্রতিক মিড-ডে রিপোর্ট অনুসারে, ‘হাসিন দিলরুবা’র তৃতীয় অংশের প্রস্তুতি পুরোদমে চলছে।

অর্থাৎ, আবার ফিরছে ‘রানি’! আর সঙ্গে থাকছেন সেই রোমাঞ্চ, প্যাশন আর খুনোখুনিতে মোড়া ‘হাসিন দিলরুবা’র রোমাঞ্চকর যাত্রা।

‘রানি’ আর ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে, তা আগের দু’টি সিজনের থেকেও বেশি রোমাঞ্চকর হবে।

মাত্র কয়েক সপ্তাহ আগে তাপসী পান্নু একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তার ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন। তিনি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’র একটি ক্লিপ শেয়ার করেছিলেন যার ক্যাপশন ছিল, ‘পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি!বলো দেখি?’ নতুন কিতাবে ফিরছেন পুরনো রানি! পোস্টটি তিনি সিনেমার চিত্রনাট্যকার কণিকা ধিলোকে ট্যাগ করেন।

পোস্টে কণিকা মন্তব্য করেছেন, “এইবারে পাগলামি তিনগুণ! ‘পণ্ডিতজি’ শুরু করে দিয়েছেন নতুন কিতাব!”

এরপরই তাপসীর প্রশ্ন, ‘রানির জীবনে এবার কী কী অপ্রত্যাশিত কোন মোচড় চাইছেন আপনারা?’ 

বলা প্রয়োজন, ২০২১ সালে প্রথম মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। এরপর ২০২৪-এ আসে সিকুয়েল ‘ফির অয়ি হাসিন দিলরুবা’। দু’টি সিক্যুয়েলেই তাপসী ছিলেন মুখ্য ভূমিকায়।  প্রথম কিস্তিতে সঙ্গে ছিলেন বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে। দ্বিতীয় কিস্তিতে যোগ দেন সানি কৌশল। তাপসী পান্নু উল্লেখ্য, তাপসীর পরবর্তী সিনেমা ‘গান্ধারী’। দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কানিকা ঢিলো প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে, চলতি বছরেই।

সূত্র: পিঙ্কভিলা

/সিবি/
সম্পর্কিত
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
প্রিয়াঙ্কার সিনেমায় তাপসী পান্নু?  
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
‘অ্যানিম্যাল’ দৃশ্যে দর্শকদের হাততালিতে বিরক্ত তাপসী
ফুরফুরে মেজাজে পান্নু
ফুরফুরে মেজাজে পান্নু
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
গুঞ্জন সত্যি, বিয়ে করলেন তাপসী
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
মা-মেয়ের গল্পে ‘তুমি রবে নীরবে’
মা-মেয়ের গল্পে ‘তুমি রবে নীরবে’
সিরিজের নেশা কাটিয়ে সিনেমায় মন...
সিরিজের নেশা কাটিয়ে সিনেমায় মন...
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে