X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

‘ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কইরেন না’

বিনোদন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১২:৫২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১০

কাজ নিয়ে না হলেও পরীমণি সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি আদালত থেকে পেয়েছেন জামিন। পরীর এখন ডানা মেলে উড়ে বেড়ানোরই কথা। কিন্তু তাকে রাখঢাক রেখেই চলতে হচ্ছে। কারণ আবারও তাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। 

সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে নাম জড়িয়ে পরী এখন সর্বোচ্চ চর্চায়। মিডিয়াপাড়ায় গুঞ্জন, নতুন প্রেমে পড়েছেন এই অভিনেত্রী। যদিও এ নিয়ে পরী নিজে কিছু বলেননি। তবে এসব আলোচনায় তিনি যে খুবই বিরক্ত, সেটি পরীর একটি ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যায়। পরীমণি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) পরী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই। প্রথমত, পরী, আপনি কর্মজীবনে কী এমন কাজ করেছেন বলে মনে করেন, যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি বা গণমাধ্যমে আপনাকে নিয়ে এত সম্প্রচার? দ্বিতীয়ত, আপনার কাজের থেকে লোকে আপনার ব‍্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে? তৃতীয়ত, আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যাই, যেমন- শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে, তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন তার চেয়ে বেশি কি ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন?’ দুই সন্তানের সঙ্গে পরীমণি এরপর পরী লিখেছেন, ‘নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারও প্রশ্নের থেকে। কারণ জীবনে কখনও কখনও নিজের কর্ম, অবস্থানের থেকে খুব বেশি জরুরি হয়ে পড়ে জীবন। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লাহর ওয়াস্তে।’ ছেলের সঙ্গে পরী বিশ্বাস করেন, আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল ক্যারিয়ার এর থেকেও জরুরি আমার সুস্থ জীবনযাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা। একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চটা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!’ মেয়ের সঙ্গে পরীমণি পরী লিখেছেন, ‘গত তিন, চারটা মাস আমার জীবনের সবথেকে কঠিন সময় পার করেছি আমি। কেন, কী জন্য, সেটার বর্ণনা দেয়ার প্রয়োজন নেই বলে ধরে নিচ্ছি। আমি নায়িকা, আমি মেয়ে, সবকিছু ছাড়িয়ে আমি মানুষ। আমি এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে প্রার্থনা করছি, হে মানুষ, হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণ, তোমরা আমার ওপর এবার একটু রহম করো। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেবো।’ শেখ সাদী ও পরীমণি উল্লেখ্য, শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি একাই আছেন। ছেলেকে একা মানুষ করছেন। সেইসাথে তিনি একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন। দুজনকেই একা হাতে মানুষ করছেন তিনি। 

 

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
কাজের মেয়েকে নির্যাতনপরীমণির বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তে পিবিআই
বেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
৩২ কোটি টাকার অনিয়মের অভিযোগবেআইনিভাবে ১০ বছর বোট ক্লাবের সভাপতি ছিলেন বেনজীর
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
‘আপনারা আইন, সংসার, জীবন— সবকিছুর ঊর্ধ্বে যেতে চান’
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
পরীমণির বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ
বিনোদন বিভাগের সর্বশেষ
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ