X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ছাড়পত্র পেয়েছে ‘বরবাদ’, তবুও কেন গোলমাল!

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ১৫:১৭আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:৩৬

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য অভিনেত্রী নওশাবা আহমেদ।

এর আগে, সোমবার (২৪ মার্চ) ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ওই দিনই ছবিটি বোর্ডের সদস্যরা দেখার পর কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়। সেটি মেনে মঙ্গলবার (২৫ মার্চ) পুনরায় ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় ‘বরবাদ’। এদিন বেলা ১২টা থেকে সিনেমাটির সংশোধিত কপি দেখেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। এরপরই এটির ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মঙ্গলবার বেলা ৩টার দিকে এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে নওশাবা বলেন, “দেখুন, বোর্ডে আমরা যারা আছি, সবাই বাংলা সিনেমার ভালো চাই। সবসময়ই সিনেমার সেন্সরশিপের ক্ষেত্রে কিছু বিষয় মানা হয়। ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, এটি মোটেও তেমন কিছু নয়। বোর্ডের সবাইমিলে সিনেমাটির সংশোধিত কপি দেখে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি মুক্তিতে কোনও বাধা নেই।”      

এদিকে ‘বরবাদ’ সিনেমাটি ছাড়পত্র পাওয়ার পটরেও সেটির আনকাট ছাড়পত্র দাবি করে বিভিন্ন তারকা সামাজিক যোগাযোমাধ্যমে প্রতিবাদী পোস্ট দিচ্ছেন। এমনকি ছাড়পত্র পাওয়ার পরেও সেটি অব্যাহত রয়েছে। এ যেন মুক্তির আগেই ‘বরবাদ’ নিয়ে গোলমাল লেগে আছে। অনেকেই মনে করছেন এটি ‘বরবাদ’ টিমের প্রচারণার একটা অংশ। কারণ, ছাড়পত্র পাওয়ার পরেও সেটির ঘোষণা আসছিলো না ছবিটির পক্ষ থেকে। বিপরীতে ছাড়পত্র পাওয়ার জন্য মাঠে নেমে গেছে তারকা থেকে ভক্তকূল!

আজ ২৫ মার্চ (মঙ্গলবার) তমা মির্জা পেসবুকে লিখেছেন, ‘‘কী যে বলেন বুঝিনা! সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখি প্রতিদিন, এর থেকে বেশি একটা মুভিতে কী আর দেখাবে? আমরা চাই ‘বরবাদ’ সিনেমা হলে আসুক।”  

একই দিনে ঢালিউডের আরেক নায়িকা শবনম বুবলী লিখেছেন, “একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, থাকে প্রযোজক, নির্মাতা, শিল্পী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম । সেই সপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমা টা সবাই দেখতে পায়! আমরা ঈদের সিনেমা ‘জংলি’ যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি ‘বরবাদ’,’দাগি’, ‘জ্বীন ৩’, ‘চক্কর’সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক । আশা করছি ‘বরবাদ’ সিনেমা নিয়ে সকল জটিলতার সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো।”

এর আগে ২৩ মার্চ (রবিবার) সিয়াম আহমেদ এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো  মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া! ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক ‘জংলি’, ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।”

বলা দরকার, বুবলী বা তমা মির্জা নন, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। সিয়াম না থাকলেও শাকিবের সহশিল্পী হিসেবে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ।

উল্লেখ্য, ‘বরবাদ’ সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান।

না বললেই নয়, এই ঈদে বুবলী, সিয়াম ও তমা মির্জা- প্রত্যেকেই হাজির হচ্ছেন বড় পর্দায়।

/সিবি/
সম্পর্কিত
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
শাকিবের ‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যানের মৃত্যু
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
জল্পনা সত্যি করে ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা!    
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
‘বরবাদ’ দিয়ে এসকে ফিল্মস-এর আন্তর্জাতিক যাত্রা
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য