X
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
১১ আশ্বিন ১৪২৯

ভেনিস উৎসবে বিচারকদের নেতৃত্ব দেবেন অস্কারজয়ী এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
১৫ জুলাই ২০২২, ২১:৩৮আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১:৩৩

ভেনিস চলচ্চিত্র উৎসবে বিচারকদের নেতৃত্বে দেবেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জুলিয়ান মুর। মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক থাকবেন তিনি। শুক্রবার (১৫ জুলাই) আয়োজকরা এই ঘোষণা দিয়েছে। 

২০১৫ সালে ‘স্টিল অ্যালিস’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী হন জুলিয়ান মুর। এর আগের বছর ‘ম্যাপস টু দ্য স্টারস’ ছবিটি তাকে এনে দেয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মান। ২০০২ সালে ভেনিস উৎসবে ‘ফার ফ্রম হ্যাভেন’ ছবিতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেত্রী হিসেবে তিনি জিতে নেন অডিয়েন্স অ্যাওয়ার্ড এবং বিচারকদের দৃষ্টিতে ভলপি কাপ। ২০০৩ সালে ‘দ্য আওয়ার্স’ ছবির সুবাদে বার্লিন উৎসবে সেরা অভিনেত্রী হন তিনি।

জুলিয়ান মুর

ভেনিস উৎসবের এবারের আসরে বিচারক প্যানেলে আরও থাকছেন ফরাসি পরিচালক অড্রে ডিওয়ান। গত বছর ‘হ্যাপেনিং’ ছবির সুবাদে এই আয়োজনের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জেতেন তিনি। 

জুলিয়ান মুর

মূল প্রতিযোগিতা শাখার অন্য বিচারকরা হলেন ইরানি অভিনেত্রী লেইলা হাতামি, ইতালিয়ান পরিচালক লিওনার্দো ডি কস্তানজো, আর্জেন্টাইন পরিচালক ও চিত্রনাট্যকার মারিয়ানো কন, স্প্যানিশ পরিচালক রদ্রিগো সরোগোয়েন এবং নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক কাজো ইশিগুরো। 

জুলিয়ান মুর

৬১ বছর বয়সী জুলিয়ান মুরসহ সাত বিচারক মিলে স্বর্ণসিংহ জয়ী ছবি নির্বাচন করবেন। এছাড়া গ্র্যান্ড জুরি প্রাইজ, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, স্পেশাল জুরি প্রাইজ, সেরা চিত্রনাট্য এবং সেরা নবীন অভিনয়শিল্পী বিজয়ী নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের কাঁধে।

আগামী ৩১ আগস্ট ইতালির ভেনিসে শুরু হবে উৎসবটির ৭৯তম আসর। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হবে আগামী ২৬ জুলাই। 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
বঙ্গমাতা সেতুর পিলারে মালবাহী জাহাজের ধাক্কা
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
আদিতির হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
কয়েক ঘণ্টার মধ্যে পিবিআই’র চুরি হওয়া মালামাল উদ্ধার
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
এ বিভাগের সর্বশেষ
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
শিল্পকলায় নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা
বাঘ যখন সিনেমা হলের সামনে!
অপারেশন সুন্দরবনবাঘ যখন সিনেমা হলের সামনে!
প্রতিদিন মনে হয় আজই প্রথম: মানুষী
প্রতিদিন মনে হয় আজই প্রথম: মানুষী
প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’
প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’
লাকী আখান্দের শেষ, রন্টির প্রথম
লাকী আখান্দের শেষ, রন্টির প্রথম