X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

২২ থেকে ৩৩ প্রেক্ষাগৃহে ‌‘যদি একদিন’!

বিনোদন রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ০০:০৮আপডেট : ১৫ মার্চ ২০১৯, ১৬:০৯

ছবির প্রধান চার চরিত্র- তাহসান, শ্রাবন্তী, রাইসা ও তাসকিন ৮ মার্চ মাত্র ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাহসান-শ্রাবন্তী জুটির আলোচিত ছবি ‘যদি একদিন’। দ্বিতীয় সপ্তাহে এসে আজ (১৫ মার্চ) ছবিটির হল সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩-এ!
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘ছবিটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি সর্বস্তরের দর্শক-সমালোচকদের কাছ থেকে। যেসব অঞ্চলে ছবিটি প্রথম সপ্তাহে দিতে পারিনি, সেসব অঞ্চল থেকে প্রচণ্ড অনুরোধ পাচ্ছিলাম। সেই বিবেচনা করেই আমরা এবার ৩৩টি হলে দিয়েছি। চাইলে এই সংখ্যা দ্বিগুণ করতে পারতাম, কিন্তু আমরা চাই পর্যায়ক্রমে ছবিটি দেশের প্রতিটি হলে পৌঁছাতে।’
এদিকে দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে ‘যদি একদিন’। জানা গেছে, ২২ মার্চ কানাডা, ৩১ মার্চ অস্ট্রেলিয়া এবং এপ্রিলের প্রথম সপ্তাহে আমেরিকায় ছবিটি মুক্তি পাচ্ছে। এছাড়াও আগামী মাসে ফ্রান্স ও আয়ারল্যান্ডেও ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে।
৮ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা। এতে তাহসান-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ, রানী আহাদসহ অনেকে।
চলতি সপ্তাহের হল তালিকা এর চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটি প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
এটি নির্মাতার পঞ্চম ছবি হলেও নায়ক হিসেবে সংগীতশিল্পী তাহসানের প্রথম ছবি। অন্যদিকে কলকাতার নায়িকা শ্রাবন্তী এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করলেও বাংলাদেশের ছবিতে এবারই প্রথম।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল