X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বাংলা ব্যান্ড ‘ক্রনেজ’, এলো নতুন গান

বিনোদন রিপোর্ট
১৫ মে ২০১৯, ১৪:৩৮আপডেট : ১৭ মে ২০১৯, ১৫:০১

স্টুডিওতে ‘ক্রনেজ’ সদস্যরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পাঁচ বাংলাদেশি তরুণ শিল্পীর গড়া ব্যান্ড ‘ক্রনেজ’। সম্প্রতি এ ব্যান্ডের গাওয়া তৃতীয় গান মুক্তি পেয়েছে। ‌
‘উত্থান’ শিরোনামের সে গানে মূলত স্থান পেয়েছে বর্তমান সময়ের চড়াই-উতরাইয়ের গল্প।
প্রকাশ পাওয়া নতুন গানটি নিয়ে ক্রনেজের গায়ক রাফি বলেন, ‘‘সমকালীন হতাশার বিপরীতেও নতুন প্রজন্মের কণ্ঠস্বর শুনতে পাই। যে কণ্ঠ জনমনে নতুন আশার সঞ্চার করে। বায়ান্ন কিংবা একাত্তরের মতোই তারুণ্যের শক্তি অগ্রপথিক হয়ে দেশকে পথ দেখাবে, সে আশায় মানুষ এখন প্রহর পার করছেন। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোতে এরকম প্রচুর উদাহরণ দেখা যায়। নগরের যাপিত জীবনের এ পর্যবেক্ষণ থেকেই ‘উত্থান’ গানের উৎপত্তি। এ গানটি তাই বর্তমান সময়ের সাক্ষী হয়ে থাকবে।’’
উল্লেখ্য, ক্রনেজের প্রতিটি সদস্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্বে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ডের সঙ্গে জড়িত ছিলেন। সংগীতের প্রতি ভালোবাসা তাদের আবার বিদেশের মাটিতে এক করেছে। ২০১৬ সাল থেকে ব্যান্ডটি যাত্রা শুরু করে। এরপর তারা দুটি সিঙ্গেলস প্রকাশ করেছে। এগুলো হলো- স্বপ্নচারী ও কল্পযাত্রা।
ব্যান্ডের লাইনআপ: রাফি (কণ্ঠ), টনি (গিটার), শরিফ (গিটার), অমিত (বেজ) ও ঈনাম (ড্রামস)।
উত্থান:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা