X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তাদের দুই চমক

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০১৯, ১৭:৫৬আপডেট : ৩০ মে ২০১৯, ২১:৪৮

‘খেলবে ওরা জিতবে দেশ’ গানের শুটিংয়ে শিল্পীরা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়ে গেছে। পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে বিশ্বব্যাপী চলছে উন্মাদনা। তবে সব ছাপিয়ে ‘টিম বাংলাদেশ’ নিয়ে উচ্ছ্বাসের কোনও কমতি নেই দেশি দর্শকদের মধ্যে।
সেই ধারায় আসন্ন ঈদ উৎসবকে ছাপিয়ে সংগীত বাজার ক্রমশ দখল করে নিচ্ছে ক্রিকেট কেন্দ্রিক রকমারি গান-ভিডিও। যার মধ্যে অন্যতম দুটি গান তৈরি করছেন শিল্পী-সুরকার জুয়েল মোর্শেদ জু।
একটির নাম ‘খেলবে ওরা জিতবে দেশ’, অন্যটি ‘ভালোবাইসা চলরে এবার বিশ্বকাপে যাই’। প্রথম গানটি ‘টিম টাইগার’দের উৎসাহমূলক, অন্য গানটির ধরন রোমান্টিক!
শুটিংয়ে লিজা জু জানালেন, দুটি গানেরই সুর-সংগীতায়োজন করেছেন তিনি। ‘খেলবে ওরা জিতবে দেশ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান, লিজা, দোলা ও তানজীব সারোয়ার। লিখেছেন রিয়াজুল চৌধুরী। খায়রুল পাপনের নির্দেশনায় ভিডিও নির্মিত হয়েছে সম্প্রতি। এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন সুরকার ও শিল্পীরা। গান-ভিডিওটি শিগগিরই প্রকাশ পাচ্ছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
এতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে লিজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্রিকেটের গান করতে অবশ্যই ভালো লাগে। কারণ, বাংলাদেশ টিম এতে আছে। যেমনটা নেই বিশ্বকাপ ফুটবল আসরে। ফলে ক্রিকেট নিয়ে গান করার আনন্দই আলাদা। আমাদের এই গানটি টাইগার দলের সদস্যরা যদি শোনেন অথবা অডিয়েন্সের কানে যায়, অবশ্যই সেটা অনুপ্রাণিত করবে তাদের। গানটির অংশীদার হতে পেরে আমি আনন্দিত।’
এদিকে ‘ভালোবাইসা চলরে এবার বিশ্বকাপে যাই’ গানটির কথা লিখেছেন অনুরূপ আইচ। জুয়েলের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও কর্ণিয়া। গানটির ভিডিও নির্মাণ করছেন সৈকত নাসির। শুটিং হচ্ছে শিগগিরই। এতেও মডেল হিসেবে অংশ নিচ্ছেন সুরকার-শিল্পীরা। গানটি প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।
গানটি প্রসঙ্গে এর সুরকার জুয়েল মোর্শেদ জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই গানটি খেলাকেন্দ্রিক হলেও মূলত লাভ সং। যেখানে দেখা যাবে, প্রেমিক-প্রেমিকা বিয়ের পর হানিমুনে ইংল্যান্ড যেতে চায়, সেই সুযোগে মাঠে বসে খেলাও দেখতে চায়। গত বিশ্বকাপ ফুটবলের সময় আমরা এই টিম মিলে একটি গান করেছি। এবার নতুন যুক্ত হলো কর্ণিয়া। ধারণা করছি, ক্রিকেট নিয়ে ভিন্ন ধারার একটি প্রজেক্ট হতে যাচ্ছে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিল শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়