X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পর্দায় ফিরছেন মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৫:০০আপডেট : ১২ জুন ২০১৯, ১৬:৩৫

‘অবতার’ এর পোস্টার দীর্ঘদিন ধরে পর্দায় নেই চিত্রনায়িকা মাহিয়া মাহি। এমনকি উৎসব পার্বণেও তাকে খুব একটা পাওয়া যায়নি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে এসেছিল তার চলচ্চিত্র ‘অন্ধকার জগৎ’।
পাঁচ মাস পর আসছে এই তারকার নতুন ছবি। নাম ‘অবতার’। আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক মাহমুদ হাসান শিকদার।
ছবিটির কাজে তিনি এখন কলকাতায় আছেন। সেখান থেকে মাহমুদ হাসান শিকদার বলেন, ‘অবশেষে ১৯ জুলাই মুক্তির তারিখ ঠিক করেছি। চলতি বছর মার্চে সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। আমরা কয়েক সপ্তাহের মধ্যে অনলাইনে সিনেমার টিজার প্রকাশ করবো।’
মাহির বিপরীতে আছেন নবাগত রুশো। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন চিত্রনায়ক আমিন খান।
পরিচালক জানান, সমাজের বেশ কিছু অরাজকতা ছবিতে উঠে আসবে। এরমধ্যে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেখানো হয়েছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করবেন মাহি ও আমিন খান।
এটি মাহমুদ হাসান শিকদারের প্রথম চলচ্চিত্র। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে।
এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রাইসুল ইসলাম আসাদ, শিবা সানু, সুব্রত, সুস্মিতা সিনহা, শিল্পী সরকার অপু, মিলন ভট্টসহ অনেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার