X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘গল্প আর লুকের কারণে ছবিটি আলাদা’

বিনোদন রিপোর্ট
১৭ জুন ২০১৯, ১৭:১৬আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:২২

নিরব ও সাবা জুটিবেঁধে প্রথমবার পর্দায় আসছেন চিত্রনায়ক নিরব ও নায়িকা সোহানা সাবা। আর এটার চূড়ান্ত নির্দেশনা পেলেন তারা। তাদের অভিনীত ‘আব্বাস’ চলচ্চিত্রটি আনকাট ছাড়পত্র পেয়েছে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এর নির্মাতা সাইফ চন্দন। সাবা ও নিরব
এদিকে ছবিটি নিয়ে নায়ক নিরব দাবি করলেন, এর গল্প ও ভিন্ন লুক দর্শকদের আলাদা স্বাদ দেবে।
নিরব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমত এটি মৌলিক গল্পের সুন্দর একটি ছবি। গল্পটাই এর প্রধান শক্তি। তারপর এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছি আমি ও সাবা। সঙ্গে আছে পুরান ঢাকার ভাষা। সব মিলিয়ে আলাদা স্বাদ আছে এতে।’
ছবিটিতে নিরবকে আলাদা চুলের স্টাইল ও গোঁফে দেখা যাবে। সাবার পোশাকেও থাকছে ভিন্নতার ছোঁয়া।
চলচ্চিত্রটির মুক্তির বিষয়ে ১৭ জুন দুপুরে পরিচালক সাইফ চন্দন বলেন, ‘গতকাল (১৬ জুন) রাতে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে এর প্রদর্শনী হয়েছে। রাতেই জানতে পারি এটি আনকাট সেন্সর পেয়েছে। আশা করি দুয়েক দিনের মধ্যে এটির সনদ পাবো। আর মুক্তি আগামী জুলাইয়ে হবে। এখনও তারিখটি চূড়ান্ত করা হয়নি।’
আব্বাস ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। ছেলেটির জীবনে প্রেম নিয়ে আসে এমন একটি মেয়ে, যাকে অক্সিজেনের মতো অপরিহার্য মনে করেন আব্বাস। যেখানে আব্বাস চরিত্রে নিরব হোসেন আর অক্সিজেন অর্থাৎ ওটু নাম থাকছে সোহানা সাবার। আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, জয়রাজসহ অনেকে।
শুটিং সেটে সাবা ও পরিচালক-অভিনেতা সাইফ চন্দন

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল