X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবরারকে উৎসর্গ করে ‘গাল্লি বয়’ রানা ও তবীবের গান

বিনোদন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ১৪:১০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:৫৩

আবরার ফাহাদ (বামে)। ডানে রানা ও তবীব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে (রাব্বি) উৎসর্গ করে নতুন গান তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত জুটি ‘গাল্লি বয়’খ্যাত রানা মৃধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হাসান তবীব।
তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ’ উৎসর্গ করা হয়েছে তাকে। গতকাল (১১ অক্টোবর) তবীব মাহমুদ ইউটিউব চ্যানেল এটি অবমুক্ত করা হয়।
গানের শুরুতে আবরারের একটি ছবি দেখানো হয়। এর নিচে লেখা হয়েছে, ‘আমাদের বাকস্বাধীনতার মধ্যে আবরার ফাহাদ এখনও বেঁচে আছেন।’
সামাজিক অসঙ্গতির কথা বলে আলোচিত জুটি রানা ও তবীব। এবারের গানেও তা ফুটে উঠছে। নতুন গানে তারা কথা বলেছেন দুর্নীতি ও পথশিশুদের নিয়ে।
‘ঘুষ অনিয়মিত লিখছে কলম/ তোমাদের যত কুকীর্তি/ আমি রানা আমার সবটা জানা, বলে দেবো করে আবৃত্তি/ এই শহরের কপাল থেকে পড়েছে ঘুষের রাজটিকা/ নায়িকার ঘড়ি কত দামে কেনা, খবর ছাপছে পত্রিকা’ এমন কথার গানটি লিখেছেন তবীব নিজেই। সুর ও সংগীতও তার। বরাবরের মতোই র‌্যাপ ঘরানায় এটি প্রকাশ করেছেন তারা।

নিজেদের গান নিয়ে তবীব বলেন, ‘গান সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এক্ষেত্রে আমি বলব, হিপহপ গান সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শুধু মেসেজ দিলেই হবে না, মানুষকে ভালো-মন্দের পার্থক্য বোঝাতে হবে। এভাবেই আমরা এগুতে চাই।’
‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই। কামরাঙ্গীরচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এবার এলো তাদের নতুন গান ‘হিপহপ পুলিশ’। আর প্রতিটি গানই মিলিয়ন ভিউ ছুঁয়েছে।

গানের লিংক:

/এমআই/এম/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!