X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
গুগল ট্রেন্ড ২০১৯

শীর্ষ সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’, শীর্ষ তারকা জাসি স্মলেট

নুরুন্নবী চৌধুরী
১৩ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৭:০৮

যথাক্রমে সেরা ছবি, সিরিজ ও তারকা সার্চ ইঞ্জিন গুগল সম্প্রতি ২০১৯ সালের বিশ্বব্যাপী জনপ্রিয় ১০ সিনেমা, শীর্ষ ১০ তারকা এবং শীর্ষ ১০ টিভি সিরিজের তালিকা প্রকাশ করেছে।  
বছরব্যাপী বিশ্বজুড়ে গুগলে সার্চ হওয়ার ভিত্তিতে এই তালিকাটি তৈরি করা হয়।  
শীর্ষ সিনেমাগুলোর মধ্যে এক নম্বরে আছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমাটি। এ বছরের ২৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় অ্যাভেঞ্জারস সিরিজের চতুর্থ এ ছবিটি। ২০০৮ সালের ‘আয়রন ম্যান’ দিয়ে যাত্রা শুরু করা অ্যাভেঞ্জার যুগের শেষ হলো এ সিনেমার মাধ্যমে।
গুগল ট্রেন্ডের হিসাবে চলতি বছরের শীর্ষ ছবির তালিকায় দ্বিতীয় স্থানে আছে ‘জোকার’। এ বছর ৩১ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটির পরিচালক হলিউডের টড ফিলিপ্স। এতে নাম-ভূমিকায় অভিনয় করা ওয়াকিন ফিনিক্স সারা বিশ্বেই পেয়েছেন প্রশংসা। জোকার সিনেমাটিতে ব্যবহার করা ফিনিক্সের মুখোশই এখন হয়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিবাদী মানুষের ‌‘মুখ’।
তৃতীয় স্থানে রয়েছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি পাওয়া মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স নির্মিত নারী সুপারহিরো কেন্দ্রিক ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’। ১৫ কোটি ১০ লাখ ডলার বাজেটের এই ছবিটি মুক্তির পর শুধু নর্থ আমেরিকায় মাত্র একদিনে ব্যবসা করেছে ১৫ কোটি ডলার।
এ তালিকার বাকি সিনেমাগুলো যথাক্রমে ‘টয় স্টোরি ৪’, ‘আকুয়ামান’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’, ‘ফ্রোজেন ২’, ‘গ্রিন বুক’, ‘দ্য লায়ন কিং’ ও ‘আলাদিন’।
বছরজুড়ে সার্চ হওয়া শীর্ষ ১০ তারকার মধ্যে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও সংগীতশিল্পী জাসি স্মলেট। তালিকায় অন্য তারকা অভিনেতারা হলেন যথাক্রমে কেভিন হার্ট, ওয়াকিন ফিনিক্স, কিয়ানু রিভস, লরি লাফলিন, লরেন লন্ডন, রামি মালেক, এরিকা সাওয়াজিরি, ব্রি লারসন ও হিরোফুমি আরাই।
এছাড়া বছরে আলোচিত সার্চ হওয়া দশটি টিভি সিরিজেরও তালিকা প্রকাশিত হয়েছে গুগল ট্রেন্ডসে। এ তালিকায় শীর্ষে আছে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোন্স’। তালিকায় থাকা অন্য টিভি সিরিজগুলো হচ্ছে যথাক্রমে ‘স্ট্র্যাঞ্জার থিংস’, ‘চেরনোবিল’, ‘হোয়েন দ্য সি আস’, ‘দ্য আম্ব্রেলা অ্যাকাডেমি’, ‘দ্য মান্ডালোরিয়ান’, ‘বাল বীর’, ‘ইউপোরিয়া’, ‘মোটু পাতলু’ ও ‘ডেড টু মি’।
সূত্র: গুগল ট্রেন্ড

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!