X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

বাফটার ‘সাদা’ মনোনয়ন তালিকায় শীর্ষে ‘জোকার’

বিনোদন ডেস্ক
০৯ জানুয়ারি ২০২০, ০০:১০আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৫:৩৩

‘জোকার’ ছবিতে ওয়াকিন ফিনিক্স কমিকসের ভিলেনকে নিয়ে নির্মিত ‘জোকার’ ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৩তম আসরের মনোনয়ন তালিকা শাসন করলো। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি।

দ্বিতীয় সর্বাধিক ১০টি করে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স প্রযোজিত মার্টিন স্করসেজির ‘দ্য আইরিশম্যান’ ও কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’। গোল্ডেন গ্লোবসে চমকে দিয়ে সেরা চলচ্চিত্র (ড্রামা) পুরস্কার পাওয়া স্যাম মেন্ডেসের ‘নাইনটিন সেভেনটিন’ মনোনীত হয়েছে ৯টি বিভাগে। উল্লিখিত চারটি ছবির সঙ্গে সেরা চলচ্চিত্র বিভাগে লড়বে কান উৎসবে স্বর্ণ পাম জেতা দক্ষিণ কোরিয়ার বঙ জুন-হো পরিচালিত ‘প্যারাসাইট’।

গত বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতে আলোচনায় আসে ‘জোকার’। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য ব্রিটিশ তারকা ওয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন বাফটায়। কয়েকদিন আগে গোল্ডেন গ্লোবসে সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জেতেন তিনি।

ওয়াকিন ফিনিক্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবেন গোল্ডেন গ্লোবসে সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) হওয়া টেরন এজারটন (রকেটম্যান)। এছাড়া লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি) ও জোনাথন প্রাইসের (দ্য টু পোপস) সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

স্কারলেট জোহানসন (বাঁ থেকে) ‘ম্যারেজ স্টোরি’ ও ‘জোজো র‌্যাবিট’ ছবিতে সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী উভয় বিভাগে মনোনীত হয়েছেন স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি, জোজো র্যা বিট)। একইভাবে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মার্গট রবি ‘বোম্বশেল’ ও ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড’ ছবির জন্য একাই দুটি মনোনয়ন পেয়েছেন।

সেরা অভিনেত্রী বিভাগে ফেভারিট রেনে জেলওয়েগার। জুডি ছবির জন্য গোল্ডেন গ্লোবসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে এগিয়ে আছেন তিনি।

তবে অভিনয়শিল্পী বিভাগগুলোতে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ও নারী-পুরুষের সমতা তথা বৈচিত্র্য না থাকায় বাফটার মনোনয়ন তালিকা নিয়ে সমালোচিত হচ্ছে। শুধু শ্বেতাঙ্গদের মনোনীত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাফটাস সো হোয়াইট হ্যাশট্যাগ ব্যবহার করছেন অনেকে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাফটার মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। আগামী ২ ফেব্রুয়ারি লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ৭৩তম বাফটা অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা দেওয়া হলো এখানে।

সেরা চলচ্চিত্র: নাইনটিন সেভেনটিন, দ্য আইরিশম্যান, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড, প্যারাসাইট।

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ছবি: নাইনটিন সেভেনটিন, বেইট, ফর সামা, রকেটম্যান, সরি উই মিসড ইউ, দ্য টু পোপস

সেরা অভিনেত্রী: জেসি বাকলি (ওয়াইল্ড রোজ), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সার্শা রোনান (লিটল ওমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার (জুডি)

সেরা অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), টেরন এজারটন (রকেটম্যান), ওয়াকিন ফিনিক্স (জোকার), জোনাথন প্রাইস (দ্য টু পোপস)

সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), স্কারলেট জোহানসন (জোজো র্যা বিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন), মার্গট রবি (বোম্বশেল), মার্গট রবি (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)

সেরা পার্শ্ব অভিনেতা: টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেস্কি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)

সেরা পরিচালক: স্যাম মেন্ডেস (নাইনটিন সেভেন্টিন), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), টড ফিলিপস (জোকার), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড), বঙ জুন-হো (প্যারাসাইট)

রাইজিং স্টার অ্যাওয়ার্ড: অকোয়াফিনা, জ্যাক লাউডেন, কেইটলিন ডেভার, কেলভিন হ্যারিসন জুনিয়, মাইকেল ওয়ার্ড

ইংরেজি ব্যতিত অন্য ভাষার ছবি: দ্য ফেয়ারওয়েল, ফর সামা, পেইন অ্যান্ড গ্লোরি, প্যারাসাইট, পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার

সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি, অ্যাপোলো ইলেভেন, ডিয়েগো ম্যারাডোনা, ফর সামা, দ্য গ্রেট হ্যাকবেইট

সেরা অ্যানিমেটেড ছবি: ফ্রোজেন টু, ক্লাউস, অ্যা শাউন দ্য শিপ মুভি: ফার্মাগেডন, টয় স্টোরি ফোর

সেরা মৌলিক চিত্রনাট্য: বুকস্মার্ট, নাইভস আউট, ম্যারেজ স্টোরি, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড, প্যারাসাইট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, লিটল ওমেন, দ্য টু পোপস

সেরা মৌলিক সুর: নাইনটিন সেভেন্টিন (থমাস নিউম্যান), জোজো র‌্যাবিট (মাইকেল জিয়াচ্চিনো), জোকার (হিলদুর গুনাডট্টির), লিটল ওমেন (আলেকজান্ডার দেসপ্লাঁ), স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার (জন উইলিয়ামস)

সেরা চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন, দ্য আইরিশম্যান, জোকার, লে ম্যানস সিক্সটি সিক্স, দ্য লাইটহাউস

সেরা পোশাক পরিকল্পনা: দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জুডি, লিটল ওমেন, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড

সেরা সম্পাদনা: দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, লে ম্যানস সিক্সটি সিক্স, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড

সেরা শিল্প নির্দেশনা: নাইনটিন সেভেন্টিন, দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: নাইনটিন সেভেন্টিন, বোম্বশেল, জোকার, জুডি, রকেটম্যান

সেরা শব্দ: নাইনটিন সেভেন্টিন, জোকার, লে ম্যানস সিক্সটি সিক্স, রকেটম্যান, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন, অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, দ্য আইরিশম্যান, দ্য লায়ন কিং, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার

সেরা কাস্টিং: জোকার, ম্যারেজ স্টোরি, ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড, দ্য পার্সোনাল হিস্ট্রি অব ডেভিড কপারফিল্ড, দ্য টু পোপস

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যাজার, গোল্ডফিশ, কামালি, লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল), দ্য ট্র্যাপ

ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন: গ্র্যান্ড্যাড ওয়াজ অ্যা রোম্যান্টিক, ইন হার বুটস, দ্য ম্যাজিক বোট

/জেডএল/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজমজমাট দ্বিতীয় দিন, পর্দা নামছে আজ
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
পাঁচ ‘বুবলী’ নিয়ে থানায় অপু!
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
‘মালা’র জন্য ঢাকার মঞ্চে ‘আবার’ অঞ্জন
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
পদ্মর সঙ্গী প্রিয়ম, আনন্দে আটখানা পরী
ছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’
এ সপ্তাহের ছবিছয় প্রেক্ষাগৃহে ‌‘পটু’