X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গানের জন্য শৈশব স্কুলে ফিরে গেলেন মালা

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৯

শুটিংয়ের ফাঁকে নির্মাতার (পেছনে দাঁড়ানো) সঙ্গে মালা ও তার বন্ধুরা, সামনে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা ‘বন্ধু’ শিরোনামে একটি গান তৈরি করছেন অস্ট্রেলিয়া প্রবাসী মালা। এটির ভিডিও নির্মাণে বেছে নিলেন নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
তার দাবি, এর মাধ্যমে প্রথমবারের মতো কোনও মিউজিক ভিডিওর কাজ হলো রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত ঐতিহ্যবাহী এই স্কুলে।
গানটির কথা ও সুর করেছেন মালা নিজেই। আর সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা।
এই গায়িকা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো। যেন নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। যেখানে বড় হয়েছি, সময় কাটিয়েছি, সেই স্মৃতিঘেরা স্কুলে আমার গানের ভিডিও তৈরি করলাম।'
তিনি জানান, গানটি তৈরি হয়েছে বন্ধুত্ব নিয়ে। এতে সহপাঠীদের কথা উঠে এসেছে। ভিডিওতে আছেন মালা ও তার কয়েকজন সহপাঠীর গল্প। প্রেক্ষাগৃহের ব্যানারে এটি তৈরি করেছেন শাহরিয়ার পলক।
জানা যায়, ভিডিওটি ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) উন্মুক্ত হবে মালা টিভি নামের ইউটিউব চ্যানেলে।
এদিকে একই চ্যানেলে বছরের প্রথম গান হিসেবে ১ জানুয়ারি মালা প্রকাশ করেন গানচিত্র ‘দূরে কোথাও’। নিজের কথা-সুরে রোমান্টিক এই গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!