X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সহশিল্পীদের অশ্রুসিক্ত ভালোবাসায় শেষবিদায় ইশরাত নিশাতের

বিনোদন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১৯:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:০১

আসাদুজ্জামান নূর অভিনয়ের চেয়েও সহকর্মী আর অনুজদের পাশে বেশি থেকেছেন নাট্যজন ইশরাত নিশাত। কখনও পরামর্শ দিয়ে, কখনও অধিকারের দাবিতে সবসময়ই সামনে আসতেন তিনি।
মাঝেমধ্যেই বলতেন, ‘অভিনয় যদি না করি, কোনও না কোনোভাবে থিয়েটারের সঙ্গেই আমি থাকব।’ তাই তার বিদায়ক্ষণটা সহশিল্পীদের অশ্রুসিক্ত ভালোবাসায় পূর্ণ হয়ে থাকল।

আজ (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে ইশরাত নিশাতের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। তখনই তাকে ফুলেল ভালোবাসায় বিদায় জানান সহকর্মীরা।
শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হয়। সেখানে তার জানাজা সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শেষবিদায় জানাচ্ছেন লাকী ইনাম
এদিকে শেষ বিদায় জানানোর পর ইশরাত নিশাতকে নিয়ে বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘নিশাত আমার কন্যার মতো নয়, সে আমার কন্যা। ওর মা-ও মারা গিয়েছিল এমন গভীর রাতে। ওকে আগলে রাখতে চেষ্টা করেছি, কিন্তু এমন উচ্ছল প্রাণের মানুষকে কী আর আগলে রাখা যায়! আপনারা সকলে মঞ্চের মানুষ হারিয়েছেন, আমি ঘরের মানুষ এবং মঞ্চের মানুষ, দু’জনকেই হারিয়েছি। নিশাত মানুষকে ভালোবাসতে জানতো। সে নাটক ও জীবনকে একীভূত করেছিল।’
ঠিক একইভাবে নিশাতকে দেখতেন অভিনেতা-নির্দেশক আলী যাকের। তিনি বলেন, ‘নিশাত আমার পরিবারেরই একজন ছিল। তাকে আমি মেয়ের মতো স্নেহ করতাম। তার চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। তাকে হারিয়ে মঞ্চ অনেক কিছু হারালো।’

ইশরাত নিশাতের নাট্য দল ‘দেশ নাটক’-এর নাট্যকার মাসুম রেজা বলেন, ‘নিশাত মঞ্চনাটকের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন। এমন মানুষ পাওয়াটা সত্যিই কঠিন।’ সৈয়দ জামিল আহমেদ

এসময় ইশরাত নিশাতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে আরও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর, কামাল বায়েজিদ, তপন দাস, অভিনেত্রী সারা যাকের, লাকী ইনাম, শিমূল ইউসুফ, বন্যা মির্জা, মোমেনা চৌধুরী, নির্দেশক সৈয়দ জামিল আহমেদসহ অসংখ্য মানুষ। কান্নায় ভেঙে পড়েন অনেকে
থিয়েটার অঙ্গনের জনপ্রিয় ও পরিচিত মুখ ইশরাত নিশাত গতকাল (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

একসময় নিয়মিত মঞ্চে অভিনয় করলেও পরবর্তী সময়ে সেই ভূমিকা থেকে সরে এসেছিলেন তিনি। সংগঠক হিসেবে কাজ করতে থাকেন। একপর্যায়ে দেশের মঞ্চনাটকের সবচেয়ে ‘সোচ্চার কণ্ঠ’ হন এই শিল্পী ও সংগঠক। এ কারণে সহযাত্রীদের পাশাপাশি নবীনদের কাছেও তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। অশ্রুসিক্ত সহশিল্পী

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার। ইশরাত নিশাতের নির্দেশিত ‘দেশ নাটক’-এর প্রযোজনা ‘অরক্ষিতা’ বেশ প্রশংসিত হয়। সর্বশেষ তিনি নাসির উদ্দীন ইউসুফের ‘আলফা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। শেষবিদায়ে ইশরাত নিশাত
ছবি- সাজ্জাদ হোসেন

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…