X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আবার একসঙ্গে...

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

শুটিংয়ে শিমুল ও মৌ বছর সাতেক আগে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন নব্বই-শূন্য দশকের তারকা মনির খান শিমুল ও সাদিয়া ইসলাম মৌ।
আবারও তারা কাজ করলেন। আসন্ন বৈশাখী উৎসবের বিশেষ আয়োজনে দুজনে অভিনয় করলেন ‘অনুভবে অন্তরে’ নামের নাটকে।
মুন্না রহমানের গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। গতকাল (১৫ ফেব্রুয়ারি) ও আজ রাজধানীর বিভিন্ন স্থানে চলছে এর দৃশ্যধারণ। 

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘অনেকদিন পর নব্বই দশকের এই দুই তারকা একসঙ্গে কাজ করলেন। শুটিংয়ের শুরু থেকেই তাদের বন্ধুত্ব টের পাচ্ছি। আর নাটকের গল্পেও তাদের সহযাত্রী হিসেবে দেখা যবে। এতে প্রেম, সংসার, টানাপোড়েন আর ব্যক্তিগত দ্বন্দ্ব উঠে আসবে।’
 এর গল্পে দেখা যাবে, ভেঙে যাওয়া সংসারে অহনা তার এক বাচ্চা নিয়ে একা জীবন যাপন করে। ফোনে কথা হয় এক ছায়ামানবের সাথে। প্রথমে বিরক্ত হলেও পরে তাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়। ছায়ামানবকে দেখার জন্য অহনা আগ্রহ দেখায়। কিন্তু তাকে দেখে অবাক হয় এবং কষ্ট পায় অহনা। এর অনেকদিন পরে তার স্বামী দেখা করতে চায় তার সঙ্গে। অহনার মনে ছায়ামানবের প্রতি মায়া এবং স্বামীর দেখা করার আগ্রহ সব মিলিয়ে এক দ্বন্দ্বের সৃষ্টি করে। এই দ্বন্দ্ব নিয়েই গল্প এগিয়ে যায়।
নির্মাতা জানালেন, নাটকটি প্রযোজনা করেছেন রুমানা দীপা। বৈশাখী আয়োজনে এটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার