X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এই তদন্ত ভুলে ভরা: মানববন্ধনে সালমান ভক্তদের দাবি

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১০

এই তদন্ত ভুলে ভরা: মানববন্ধনে সালমান ভক্তদের দাবি পিবিআই-এর দেওয়া সাম্প্রতিক তদন্ত প্রতিবেদন ‘ভুলে ভরা’! এমনটাই দাবি সালমান শাহ ভক্তদের। তাই এই নায়কের ‘মৃত্যু-রহস্য’ উদঘাটনের জন্য পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সালমান ভক্তদের পক্ষ থেকে সাজিদ হাসান কামাল বলেন, ‘পিবিআই দেশের একটি বৃহৎ আইনশৃঙ্খলা বাহিনী। দেশের অনেক বড় বড় মামলায় তারা স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই শ্রদ্ধা ও আন্তরিকতা থেকে সারাদেশে সালমান ভক্তগণ পিবিআইকে অনুরোধ জানাচ্ছে- তারা যেন আবার তদন্ত করে। সালমান শাহ রাষ্ট্রের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। তাই রাষ্ট্রের কাছে আকুল আবেদন, মামলাটি পুনরায় স্বচ্ছ পরিচালনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’
আরেক ভক্ত সানজিদা আক্তার বলেন, ‘সালমান শাহ আমাদের একজন পছন্দের নায়ক। নায়ক হিসেবে নয়, দেশের একজন সাধারণ মানুষ হিসেবে তার মৃত্যুর প্রতিবেদনটি পুনঃতদন্ত করা হোক। কারণ প্রতিবেদনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো ভুলে ভরা।’
মানববন্ধনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের দেওয়া প্রতিবেদন ‘ভুলে ভরা’ উল্লেখ করে ভক্ত সমাজের পক্ষ থেকে ২৮টি যুক্তি অথবা প্রশ্ন তুলে ধরা হয়। উল্লেখযোগ্য হচ্ছে—

* মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত আসামিদের গ্রেফতার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলেন না কেন আদালত
* র‌্যাবের তদন্ত কেন স্থগিত করা হলো
* চার বছরের তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে, কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী ও ভাই শাহরানের পুনরায় জবানবন্দি নেওয়া হলো না কেন
* যেখানে পিবিআই কর্মকর্তা বলতে পারেন না মামলাটি কত বছরের পুরনো, সেখানে তাদের প্রতিবেদন কতটুকু সঠিক
* তদন্তে যাদেরকে সালমানের বন্ধু হিসেবে বলা হয়েছে, তারা কেউই বন্ধু নয়, সবাই সামিরার আত্মীয়-স্বজন
* সালমান শাহ বাবা হতে পারবেন না, এমন কোনও মেডিকেল রিপোর্ট পিবিআই না দেখে কিভাবে এই ভিত্তিহীন তথ্য তুলে ধরা হলো

পিবিআই-এর তদন্ত প্রতিবেদনকে সামনে রেখে এমন আরও বেশকিছু গুরুত্মপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে এই মানববন্ধন থেকে।
উক্ত মানববন্ধনে শতাধিক সালমান শাহ ভক্ত উপস্থিত ছিলেন। তারা কয়েক ঘণ্টা নানা ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেছেন জাতীয় প্রেসক্লাবের সামনে।
ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। দর্শক ও সমালোচক মহলে এখনও তিনি সমান জনপ্রিয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার অকাল মৃত্যু ঘটে। ২৪ বছর পরেও যে মৃত্যু নিয়ে রয়েছে নানা জল্পনা। বিশেষ করে এটা কি ‘হত্যা’ না ‘আত্মহত্যা’—সে বিষয়ে রয়েছে নানা মুনির নানা মত।
এই তদন্ত ভুলে ভরা: মানববন্ধনে সালমান ভক্তদের দাবি যে মতামতে নতুন করে আগুন ধরে ২৪ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনে। যেখানে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার স্পষ্ট করেই বলেন, ‘পিবিআই-এর তদন্তে সালমান শাহকে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি। পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন।’
মূলত এমন অভিমত আর তদন্ত থেকে উঠে আসা কারণগুলো কোনোভাবেই মেনে নিতে পারছেন না সালমান শাহ পরিবারের সদস্যরাসহ তার অগণিত ভক্ত।
ছবি: হাসনাত নাঈম

/এইচএন/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া