X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

১১ নারী শিল্পীর অংশগ্রহণে একটি গান!

বিনোদন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ১৬:৫৫আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:৩১

গানটিতে অংশ নেওয়া ১১ জন শিল্পী ‘শোনো পৃথিবী শোনো’ এই শিরোনামে বিশ্ব নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে তৈরি হলো একটি ভিন্নধর্মী গান ও গানচিত্র। এটির উদ্যোগ নিয়েছেন নন্দিত সংগীতশিল্পী বশির আহমেদের দুই সন্তান হুমায়রা বশির ও রাজা বশির।

রাজা বশির জানান, গানটিতে মোট ১১ জন নারী শিল্পীর অংশগ্রহণ রয়েছে। গেয়েছেন বিভিন্ন প্রজন্মের ৮ জন নারী শিল্পী। শিল্পীরা হলেন, আবিদা সুলতানা, ফরিদা পারভীন, অণিমা রায়, হুমায়রা বশির, মৌটুসী পার্থ, প্রিয়াংকা গোপ, সুকন্যা মজুমদার তিথি ও নওরিন শরিফ শার্লিন।

গানের একটি অংশ আবৃত্তি করেছেন রুপা চক্রবর্তী ও অধরা জাহান। আর গানের ভিডিওতে নৃত্য পরিবেশন করেছেন মুনমুন মুস্তাফা।

অধরা জাহানের লেখা এই গানের সুরারোপ করেছেন হুমায়রা বশির। সংগীত পরিচালনা এবং ভিডিও নির্মাণ করেছেন রাজা বশির।

৮ মার্চ এফডিসিতে গানটির প্রিমিয়ার প্রদর্শনী হবে। অনুষ্ঠানে এই গান নিয়ে আলোচনায় অংশ নেবেন সংগীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, শহীদুল্লাহ ফরায়েজী, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী কবরী সারোয়ার এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

গানটির সুরকার ও শিল্পী প্রসঙ্গে হুমায়রা বশির বলেন, ‘এই গানের মাধ্যমে আমরা সংগীতের বিভিন্ন ঘরানা এবং দুই প্রজন্মের মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করেছি। শোনাতে চেয়েছি নারীদের বিজয়ের গল্প। আশা করি শ্রোতাদের মুগ্ধ করবে।’

গানটি উৎসর্গ করা হয়েছে বশির আহমেদ ও মিনা বশির দম্পতিকে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা