X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হলো একটি অ্যালবাম!

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৩:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৭:৩৬

নিলামের মাস্টার কপি অ্যালবাম ও লিরিক

একটি অ্যালবাম মাত্র; কিন্তু দাম উঠল সাড়ে সাত লাখ টাকা! তবে এটি সাধারণ কোনও গানের ক্যাসেট নয়। সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি এটা।

করোনার কারণে বেকার, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য গতকাল (২৭ এপ্রিল) ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে ওঠে অ্যালবামটি। সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও।

‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের উদ্যোক্তা প্রীত রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাত ১১টায় সংগীতশিল্পী তাহসান, জন কবির ও টনিসহ আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি। শেষদিকে এসে এর দাম সাড়ে সাত লাখ টাকা ওঠে। ক্রেতা নিজের পরিচয় গোপন রাখার জন্য আমাদের অনুরোধ করেন। তাই তাকে লাইভে আনা হয়নি। উনার নাম আমিন হাসান। অ্যালবাম ও লিরিক তিনি তার স্ত্রী ও সন্তানকে উপহার হিসেবে দেবেন বলে জানান।’

নিলামের প্রাপ্ত অর্থ যাবে ব্র্যাকে। প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে দরিদ্র পরিবারকে খাবারের জন্য ১৫০০ টাকা দেওয়া হচ্ছে। সেখানেই এটি যোগ হবে। এই টাকায় সাড় চারশ’ পরিবারকে সহযোগিতা করা হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে ব্র্যাক। তারা আশা করছে, এতে পরিবারগুলো ১৫ দিনের খাবার কিনতে পারবে। 
নিলাম নিয়ে তাহসান খান বলেন, ‘অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি। এই জিনিসটি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা হয়েছিল ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে এটি অনেক আবেগের বিষয় আমার জন্য। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম।’

তাহসান আরও জানান, নিলাম জয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তিনি।


‘অকশন ফর অ্যাকশন’-এর দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা। এর আগে তাদের আয়োজনের প্রথম পর্বে গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা নিজের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!