X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গানের কথায় ঈদের নাটক

বিনোদন রিপোর্ট
২৮ মে ২০২০, ১০:১৩আপডেট : ২৯ মে ২০২০, ০১:১৬

তিশা ও ইরফান ‘মনপুরা’ চলচ্চিত্রে ‘যাও পাখি বলো’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। স্বীকৃতি হিসেবে পায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। এবার একই কথায় নির্মিত হয়েছে ঈদের নাটক। নাম- ‘যাও পাখি বলো’।

রোমান্টিক গল্পে তৈরি এ নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন ও তাসনুভা তিশা।

এটির রচনা ও পরিচালনায় আছেন আদিত্য জনি। ঈদের ৪র্থ দিন (২৮ মে) রাত ৮টা ৩০মিনিটে নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।

নির্মাতা আদিত্য জনি জানান, মূলত রোমান্টিক এ নাটকে আছে কিছুটা বিচ্ছেদের গল্পও। তাই নাটকের নামটি এভাবে রাখা।
এর গল্পে দেখা যাবে, শাথিল আর ঐশী সুখী দম্পতি। ওদের মধ্যে হঠাৎ করেই শাথিলের বন্ধু সীমানা এসে হাজির হয়। ওদের সম্পর্কে চির ধরায়। ঐশী অবিশ্বাস করতে শুরু করে শাথিলকে। সে ভেবেই নেয়, শাথিল আর সীমানার মধ্যে গোপন প্রেম আছে। একসময় সন্দেহের মাত্রাটা এতই বেড়ে যায়, ঐশী শাথিলের উদ্দেশ্য একটি চিঠি দিয়ে গৃহত্যাগ করে প্রবাসে চলে যায় বাবা মার কাছে। শাথিল অনেক খুঁজেও ঐশীর সন্ধান পায় না।

পনেরো বছর পরে, একটা রেস্টুরেন্টে ঐশীর সাথে শাথিলের দেখা হয়ে যায়। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!