X
বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বাজেট কম তাই একটি ইচ্ছে পূরণ করবে চার দৈত্য!

বিনোদন রিপোর্ট
২২ জুন ২০২০, ১৮:০৭আপডেট : ২৩ জুন ২০২০, ১৪:১৩

জামিল, মিলন, মিঠু ও ফারুক প্রদীপাঞ্চলের প্রধান হলো প্রদীপ কুমার। সে নিজে দৈত্য। তবে তেমন কোনও কাজ করতে হয় না। তার অনুচর আছে আরও তিন দৈত্য।
বিশেষ কাজে তাদের পাঠানো হয় নোয়াখালী, কিশোরগঞ্জ ও একটি জঙ্গলে। কিন্তু পৃথিবীতে এসেই একজন ডায়াবেটিস বাঁধিয়ে ফেলে। তাই তারা আশ্রয় নেয় জঙ্গলে। ভর করে এক নারীর ওপরে।
ঈদের জন্য নির্মিত নাটক ‘তিন দৈত্য’র গল্পটা এমনই। মজার এই সাত পর্বের ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান।

আর এতে তিন দৈত্যের ভূমিকায় আছেন ফারুক হোসেন, বড়দা মিঠু ও জামিল হোসেন। নেতা প্রদীপ কুমার হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন।

নাটকটি নিয়ে জামিল হোসেন বলেন, ‘পুরোটাই মজার গল্প। অন্য দৈত্যরা যেখানে তিনটি ইচ্ছে দেয়, আমরা সেখানে একটি ইচ্ছে পূরণের অফার দেই। কারণ, আমাদের বাজেট কম! আর এতেই গ্রামের মানুষেরা ভিড় করতে থাকে। কেউ চেয়ারম্যান, কেউ এমপি হতে আমাদের কাছে আসতে থাকে।’

তিনি জানান, মূলত চার চতুর লোকের গল্প এটি। যারা বিভিন্ন বাহানায় মানুষকে ঠকায়। এতে গ্রামের মেয়ের চরিত্র আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। সেখানকার চেয়ারম্যান মাজনুন মিজান।

নির্মাতা আদিবাসী মিজান জানান, ক্রাউন এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি তৈরি হয়েছে। আসছে কোরবানির ঈদে এটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গোরখোদকের মুখোমুখি অভিনেতা
গোরখোদকের মুখোমুখি অভিনেতা
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
ইরফান সাজ্জাদ বললেন, আপুটা জোস!
ইরফান সাজ্জাদ বললেন, আপুটা জোস!
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
আসিফ নজরুল ও ফারুকীকে যে অনুরোধ করলেন জায়েদ খান
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!
কানে জাহ্নবী, সঙ্গে কথিত প্রেমিকও!