X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আবারও ধারাবাহিক নাটকে আনিসুল হক

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০২০, ১৯:২৭আপডেট : ২৯ জুন ২০২০, ২১:১৮

আবু রায়হান জুয়েল ও আনিসুল হক দীর্ঘদিন পর আবারও কথাসাহিত্যিক আনিসুল হকের রচনায় আসতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক। এর নাম ‘মানিকজোড়’।
এটি পরিচালনা করবেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের পরিচালক আবু রায়হান জুয়েল। সবকিছু ঠিক থাকলে নতুন এই নাটকটির শুটিং শুরু হবে অক্টোবর মাস থেকে। ইতোমধ্যে প্রায় ২৬ পর্ব লেখার কাজ শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে আবু রায়হান জুয়েল বলেন, ‘গ্রাম থেকে ঢাকায় আসা দুই ভাইকে নিয়ে এর গল্প। একজন অতিচালাক, অন্যজন সহজ-সরল। নাটকের চরিত্রগুলো কে করবেন তা এখন ভাবা হচ্ছে। এগুলো শিগগিরই চূড়ান্ত হবে। আশা করি দর্শকরা ভালো কিছু পাবেন।’
পরিচালক জানান, এখনও এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। শিগগিরই চ্যানেলের নামও চূড়ান্ত হবে।
তিনি আরও বলেন, ‘আমি ভালো কিছু নির্মাণের চেষ্টা করছি। কোন চ্যানেলে প্রচারিত হবে, এখনও ফাইনাল না। তবে এনটিভির অনুষ্ঠান প্রধান প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ স্যারের সাথে এই ধারাবাহিক নিয়ে আলোচনা হয়েছিল। নির্মাণের পর আসলে প্রচারের বিষয়টি চূড়ান্ত হবে।’
এটি প্রযোজনা করবে ‘মাস্টার কমিউনিকেশন’।
কবি-সাহিত্যিক আনিসুল হক নাট্যকার হিসেবেও ভিন্ন ধাঁচের নাটক উপহার দিয়েছেন। তার রচিত দর্শকনন্দিত টেলিভিশন কাহিনিচিত্রের মধ্যে আছে, নাল পিরান, করিমন বেওয়া, প্রত্যাবর্তন, সাঁকো, প্রতি চুনিয়া, চড়ুইভাতি, ৫১বর্তী প্রভৃতি।
এদিকে জুয়েল বর্তমানে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্র নির্মাণ করছেন। এতে অভিনয় আছেন পরীমনি ও সিয়াম। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ। আগামী আগস্টে এর শেষ লটের শুটিং শুরু হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল