X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

‘কফি উইথ করণ’-এর আদলে পিয়ালের শো!

বিনোদন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ১৪:৩৩আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৪:৩৪

‘কফি উইথ করণ’-এর আদলে পিয়ালের শো! বলিউডের নামজাদা প্রযোজক ও নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোটি সম্পর্কে মোটামুটি সবারই জানা। বলিউড ঘরানায় সম্ভবত এতোটা জনপ্রিয় ও বহুবছর ধরে তৈরি টকশো বা আড্ডার অনুষ্ঠান আর একটিও নেই।
এই শোয়ের আদলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও বেশ কিছু শো দেখা গেছে বিভিন্ন সময়। এবার তার ছায়া মিলবে বাংলাদেশেও। লুকোচুরি নয়, বরং ঘোষণা দিয়ে একই আদলের একটি শো নিয়ে হাজির হচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসাইন। শোয়ের নাম ‘কফি আড্ডা উইথ পিয়াল’।
পিয়াল বলেন, ‘‌‌‘আমি করণ জোহরের অনেক বড় ভক্ত। তার পোশাক, স্টাইল আমি ফলো করি। এজন্য বন্ধুরা আমাকে ঠাট্টার ছলে প্রায়ই করণ জোহর বলে ডাকে! আমিও মজা পাই। এখান থেকেই আমার মাথায় আসে ‘কফি উইথ করণ’-এর মতো একটি শো করার। তারই বাস্তবায়ন করতে চেষ্টা করবো এ শো দিয়ে।’’
পিয়াল জানান, ২০ মিনিটের এই শোয়ের ইতোমধ্যেই কয়েক পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। শোতে প্রতি পর্বে দুজন করে অতিথি অংশ নেন। শুটিং হওয়া পর্বগুলোতে এখন পর্যন্ত অতিথি হিসেবে এসেছেন ইমন-নিরব, এভ্রিল-জেসিয়া, ইভান শাহরিয়ার সোহাগ-বুলবুল টুম্পা, সাঞ্জ জন-আঁচল, আরজে নীরব-শান্তা জাহান প্রমুখ।
‘কফি উইথ করণ’-এর আদলে পিয়ালের শো! বাবলু আক্তার বাব্লুর পরিচালনায় এবং আসিফ খানের প্রযোজনায় পিয়ালের এ শো’টি আগস্ট থেকে একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। প্রচারের পর পিয়ালের নিজস্ব ইউটিউব চ্যানেলেও সেটি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত পিয়াল চলচ্চিত্র প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। তার প্রযোজিত ছবি ‘স্বপ্নবাজি’। এ ছবির গল্প দেশের মডেলিং ইন্ডাস্ট্রির মডেলদের নানা চড়াই উৎরাই নিয়ে। রায়হান রাফীর পরিচালনায় ছবিতে অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল, প্রিয়ন্তি প্রমুখ।
ছবিটি ২০২১ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন পিয়াল-রাফী।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রকৃতিকন্যা মিম
প্রকৃতিকন্যা মিম
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
গোয়েন্দা সিরিজ নির্মাণে ফেরদৌস ওয়াহিদ
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
‘সুশান্তের মতো কার্তিককেও সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে’
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা