X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া জয় করলো বাংলাদেশি দীপের এইচবিও সিরিজ

বিনোদন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ১৫:৪৫আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১৯:৫০

একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে দীপ বাংলাদেশের তরুণ অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ বিশ্বখ্যাত এইচবিও চ্যানেলের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’-এ অভিনয় করে চলতি বছর শুরুতেই সাড়া ফেলে দেন। এর টিজার প্রকাশ পেলে তিনি চলে আসেন আলোচনায়।

আন্তর্জাতিক পর্যায়ের প্রথম কাজেই বাজিমাত করেন এ শিল্পী। এবার সিঙ্গাপুরভিত্তিক ‌‘দ্য কনেটেন্টএশিয়া অ্যাওয়ার্ডস’-এ সেরা ড্রামার খেতাব পেয়েছে সিরিজটি।

সুদীপ বিশ্বাস দীপ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘কনেটেন্টএশিয়া দীর্ঘদিন ধরে মেধার ভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে, সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। আমার অভিনীত এ সিরিজটি সেরা ড্রামার পুরস্কার পেয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা এবং পুরস্কৃত হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানসহ পুরো ‘ইনভিজিবল স্টোরিজ’র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
‘ইনভিজিবল স্টোরিজ’-এর পর আরও কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনও কারও সঙ্গে চুক্তিবদ্ধ হননি বলেও জানিয়েছেন তিনি। দীপ
দীপ আরও জানান, ছয় পর্বের ‘ইনভিজিবল স্টোরিজ’ নামের সেই সিরিজে তিনি একটি গল্পে অভিনয় করেছেন। গত ফেব্রুয়ারিতে তার গল্পটি প্রথম দেখানো হয়। এরপর থেকেই তা রয়েছে আলোচনায়। আগস্ট থেকে সিরিজটি প্রদর্শিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক এইচবিও ম্যাক্সে।
ক্যারিয়ারের শুরুতে দীপ যুক্ত ছিলেন মঞ্চ নাটকে। কাজ করেছেন ছোট পর্দা ও বড় পর্দায়। তার অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুটি কিস্তি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া অভিনয় করছেন হৃদি হক পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমায়।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
মনামী: সবচেয়ে সহজ মানুষ চঞ্চলদা
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
আমি চাচ্ছিলাম না, দৃশ্যটা শেষ হোক: মেরিল স্ট্রিপ
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক
কান উৎসব ২০২৪ছয় মিনিটের অভিবাদন, নিয়ম ভাঙলেন এই নায়ক