X
মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শুরু হচ্ছে প্রীতিলতাকে নিয়ে অনুদানের সিনেমা

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫

প্রীতিলতা ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরি হচ্ছে আরও একটি চলচ্চিত্র।
এর নাম ‘ভালোবাসা প্রীতিলতা’। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে এটি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। আগামী ২৪ সেপ্টেম্বর চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আয়োজনে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সকাল ১১টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর মিলনায়তনে এ আয়োজনটি হবে।

২০১৯-২০ অর্থবছরের অনুদানে ‘ভালোবাসা প্রীতিলতা’ চলচ্চিত্রটি নির্মিত হবে। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নির্মাতা প্রদীপ নিজে।

তিনি বলেন, ‘ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয়ে অংশ নেবেন দেশের খ্যাতিমান অভিনয় শিল্পীরা। মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পরিচয় করিয়ে দেবো। এতে সংগীত পরিচালনা করছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার।’

স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিল, সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
গল্পে রয়েছে প্রীতিলতার কিশোরী জীবনের সহজ-সরল ছেলেবেলা। কলকাতায় বেথুন কলেজে অধ্যয়নকালে তার চেতনায় অঙ্কুরিত হয় স্বদেশ মুক্তির ব্রত। এরপর ধারাবাহিকভাবে বীরকন্যা প্রীতিলতার সংগ্রাম ও বিপ্লব উঠে আসবে। এমনকি তার হৃদয়বিদারক মৃত্যুও দেখানো হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
বলিউডে কেউ কারও বন্ধু না: নওয়াজউদ্দিন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
বিমানবন্দর থেকে কারাগার: ইন্টেরিমের প্রতি ক্ষোভ ও তিরস্কার
গ্রেফতার নুসরাত ফারিয়াবিমানবন্দর থেকে কারাগার: ইন্টেরিমের প্রতি ক্ষোভ ও তিরস্কার
আমি কখনও থামবো না: টম ক্রুজ
আমি কখনও থামবো না: টম ক্রুজ
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...
ফারিয়া প্রসঙ্গে ফারুকী ও তার শিষ্যরা...