X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউটিউব ট্রেন্ডিংয়ে সেরার তালিকায় ‘বাবু খাইছো’

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪

গানের একটি দৃশ্য

বাবু খাইছো—সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত এ শব্দযুগল। সম্প্রতি এটা ব্যবহার করে মুক্তি পেয়েছে নাটক। নামও ‘বাবু খাইছো’। গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটির এরইমধ্যে ভিউ দাঁড়িয়েছে ৩৬ লাখের বেশি।
পাশাপাশি এতে ব্যবহৃত হয়েছে ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গানও। এটিও হয়েছে ব্যাপক আলোচিত। আর এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫৩ লাখের বেশি। গান ও নাটক দুটিই এখন একসঙ্গে ইউটিউব বিডির ট্রেন্ডিংয়ে। নাটকটি ২ নম্বর তালিকায় আর ১৩-তে আছে গানটি।

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। তিনি বলেন, ‘গত ১৯ সেপ্টেম্বর নাটকটি ট্রেডিংয়ের তালিকায় ১ নম্বর স্থানে উঠে আসে। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন ঈগল মিউজিকের কচি আহমেদ।
নাটক:

অন্যদিকে গানটি তৈরি করেছেন মীর মারুফ ও মীর মাসুম। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন মীর মারুফ।
মীর ব্রাদার্স- মীর মারুফ ও মীর মাসুম এরমধ্যে গানটির ব্রিজ লাইন বা কোরাস অংশটিতে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা। মীর মাসুম জানান, পুরো গান না শুনিয়ে অনেকটা মজার ছলেই এই কোরাস অংশটি তাসনিম আনিকার কণ্ঠ থেকে উদ্ধার করে নেন তিনি। পুরোটাই মজা করে তৈরি করা হয়েছে। গানটি নিয়ে প্রায় এক বছর কাজ করেছেন দুই ভাই।

গান:

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া