X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিলবোর্ড ২০২০: বিলি আইলিশের ঘরে আরও পুরস্কার

বিনোদন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১২:১১আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:৩৯

বিলি আইলিশ গ্র্যামিজয়ী আমেরিকান পপ সেনসেশন বিলি আইলিশের ঘরে পুরস্কারের সংখ্যা বাড়ছেই! এবার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি স্বীকৃতি পেয়েছেন তিনি। এগুলো হলো শীর্ষ নতুন সংগীতশিল্পী, শীর্ষ গায়িকা এবং বিলবোর্ড চার্টের সেরা অ্যালবাম।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে ফাঁকা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস। বিশ্বসংগীতের অন্যতম মর্যাদাসম্পন্ন এই পুরস্কার বিতরণ হয়েছে ১৪ অক্টোবর (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল)। গায়িকা কেলি ক্লার্কসন টানা তৃতীয়বারের মতো এই আয়োজন সঞ্চালনা করলেন।

টপ ফিমেল আর্টিস্ট বিভাগে টেলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ড, লিজো ও হ্যালসিকে হটিয়ে সেরা হয়েছেন বিলি আইলিশ। টপ নিউ আর্টিস্ট পুরস্কারটি ১৮ বছর বয়সী এই তারকার হাতে ওঠা একরকম অবধারিত ছিল। হয়েছেও তাই।

‘হোয়েন উই অল ফল স্লিপ, হোয়্যার ডু উই গো?’র জন্য বিলবোর্ড টু হান্ড্রেড অ্যালবাম সম্মান এসেছে বিলি আইলিশের হাতে। এ বিভাগে মনোনীত অন্য চারটি অ্যালবাম হলো আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’, খালিদের ‘ফ্রি স্পিরিট’, পোস্ট ম্যালোনের “হলিউড’স ব্লিডিং” এবং টেলর সুইফটের ‘লাভার’।

তবে বিলবোর্ডের সর্বোচ্চ পুরস্কার শীর্ষ সংগীতশিল্পী বিভাগে আমেরিকান র‌্যাপার পোস্ট ম্যালোনের কাছে হেরে গেছেন বিলি আইলিশ। একই বিভাগে মনোনীত তালিকায় আরও ছিল টেলর সুইফট, খালিদ ও জোনাস ব্রাদার্স নামগুলো।
টপ বিলবোর্ড টু হান্ড্রেড আর্টিস্ট, টপ হট হান্ড্রেড আর্টিস্ট, টপ স্ট্রিমিং সংস আর্টিস্ট বিভাগগুলোতেও বিলি আইলিশকে হতাশ করে পুরস্কার বাগিয়ে নিয়েছেন পোস্ট ম্যালোন। তিনি জিতেছেন সর্বোচ্চ ৯টি স্বীকৃতি।

লিল ন্যাস এক্স টপ মেল আর্টিস্ট বিভাগে এড শিরান, লিল ন্যাস এক্স খালিদ ও ডাবেবিকে হটিয়ে সেরা হয়েছেন পোস্ট ম্যালোন। টপ র‌্যাপ আর্টিস্ট, টপ র‌্যাপ মেল আর্টিস্ট, টপ র‌্যাপ অ্যালবাম এবং টপ র‌্যাপ ট্যুর বিভাগেও পোস্ট ম্যালোনের কাছে ধরাশায়ী হয়েছে সবাই।







বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসে এবার বলা যায় র‌্যাপারদের জয়জয়কার। আমেরিকার আরেক র‌্যাপার কানইয়ে ওয়েস্ট সেরা হয়েছেন চারটি বিভাগে। র‌্যাপার লিল ন্যাস এক্সের ‘ওল্ড টাউন রোড গানটি পেয়েছে চারটি স্বীকৃতি। এগুলো হলো টপ হট হান্ড্রেড সং, টপ স্ট্রিমিং সং, টপ সেলিং সং এবং টপ র‌্যাপ সং। আমেরিকান গায়ক খালিদ জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি পুরস্কার।
ভক্তদের ভোটে সামাজিক যোগাযোগমাধ্যমের সেরা সংগীতশিল্পী নির্বাচিত হয়েছে কোরিয়ার ব্যান্ড বিটিএস। বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট পেয়েছেন হ্যারি স্টাইলস। টপ কোলাবেরশন হয়েছে শন মেন্ডেস ও কামিলা কাবেলোর ‘সেনোরিটা’। এ তিনটি বিভাগের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে।
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাইদের ব্যান্ড জোনাস ব্রাদার্সের কাছে গেছে দুটি স্বীকৃতি। চলচ্চিত্রের গানের অ্যালবাম বিভাগে সেরা ‘ফ্রোজেন টু’। লাতিন সংগীতশিল্পীদের মধ্যে ব্যাড বানি পেয়েছেন ‍দুটি পুরস্কার।
আইকন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমেরিকান সংগীতশিল্পী গার্থ ব্রুকসকে। তার হাতে এটি তুলে দেন বর্ষীয়ান গায়িকা চের। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অ্যালিসিয়া কিস, জন লিজেন্ড, ডেমি লোভেটো, বিটিএস, সিয়া, পোস্ট ম্যালোন, খালিদ, গার্থ ব্রুকস, ব্রান্ডি, লুক কম্বস, ব্যাড বানি।
গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস। কিন্তু কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।
সংগীত তারকাদের অ্যালবাম ও ডিজিটাল গান বিক্রি, স্ট্রিমিং, রেডিও এয়ারপ্লে, ট্যুর ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার ওপর ভিত্তি করে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়ে থাকে।
১৯৯০ সাল থেকে আমেরিকার বিলবোর্ড ম্যাগাজিন পুরস্কারটি দিয়ে আসছে। এবার ছিল এর ২৭তম আসর। মাঝে ২০০৭-২০১০ সাল পর্যন্ত অনুষ্ঠানটি হয়নি। আর ২০০০-২০০১ সালের পুরস্কার একই আসরে দেওয়া হয়েছিল। ২০১১ সাল থেকে প্রতি বিভাগে ‘বর্ষসেরা’ (অব দ্য ইয়ার) শব্দটি বাদ দিয়ে যুক্ত করা হয় ‘শীর্ষ’ (টপ)। যেমন আর্টিস্ট অব দ্য ইয়ার পাল্টে হয়েছে টপ আর্টিস্ট। শুরুতে বিভাগটির নাম ছিল ‘হ্যাশট্যাগ ওয়ান ওয়ার্ল্ড আর্টিস্ট’। ২০১৭ সাল থেকে ভক্তদের ভোটে দুটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।
বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০ বিজয়ী তালিকা
টপ আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ নিউ আর্টিস্ট: বিলি আইলিশ
বিলবোর্ড চার্ট অ্যাচিভমেন্ট: হ্যারি স্টাইলস
টপ মেল আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ ফিমেল আর্টিস্ট: বিলি আইলিশ
টপ গ্রুপ: জোনাস ব্রাদার্স
টপ বিলবোর্ড টু হান্ড্রেড আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ হট হান্ড্রেড আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ স্ট্রিমিং সংস আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ সং সেলস আর্টিস্ট: লিজো
টপ রেডিও সংস আর্টিস্ট: জোনাস ব্রাদার্স
টপ সোশ্যাল আর্টিস্ট: বিটিএস ব্যান্ড
টপ ট্যুরিং আর্টিস্ট: পিঙ্ক
টপ আরঅ্যান্ডবি আর্টিস্ট: খালিদ
টপ আরঅ্যান্ডবি মেল আর্টিস্ট: খালিদ
টপ আরঅ্যান্ডবি ফিমেল আর্টিস্ট: সামার ওয়াকার
টপ আরঅ্যান্ডবি ট্যুর: খালিদ
টপ র‌্যাপ আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ র‌্যাপ মেল আর্টিস্ট: পোস্ট ম্যালোন
টপ র‌্যাপ ফিমেল আর্টিস্ট: কার্ডি বি

পোস্ট ম্যালোন
টপ র‌্যাপ ট্যুর: পোস্ট ম্যালোন
টপ কান্ট্রি আর্টিস্ট: লুক কম্বস
টপ কান্ট্রি মেল আর্টিস্ট: লুক কম্বস
টপ কান্ট্রি ফিমেল আর্টিস্ট: ম্যারেন মরিস
টপ কান্ট্রি গ্রুপ: ড্যান প্লাস শেই
টপ কান্ট্রি ট্যুর: জর্জ স্ট্রেইট
টপ রক আর্টিস্ট: প্যানিক! অ্যাট দ্য ডিস্কো
টপ রক ট্যুর: এলটন জন
টপ ল্যাটিন আর্টিস্ট: ব্যাড বানি
টপ ড্যান্স/ইলেক্ট্রনিক আর্টিস্ট: দ্য চেইনস্মোকারস
টপ ক্রিশ্চিয়ান আর্টিস্ট: লরেন ডেইগল
টপ গসপেল আর্টিস্ট: কানইয়ে ওয়েস্ট
আইকন অ্যাওয়ার্ড: গার্থ ব্রুকস
চেঞ্জমেকার অ্যাওয়ার্ড: কিলার মাইক

যেসব অ্যালবাম সেরা
টপ বিলবোর্ড টু হান্ড্রেড অ্যালবাম: হোয়েন উই অল ফল স্লিপ, হোয়্যার ডু উই গো? (বিলি আইলিশ)
টপ সাউন্ডট্র্যাক: ফ্রোজেন টু
টপ আরঅ্যান্ডবি অ্যালবাম: ফ্রি স্পিরিট (খালিদ)
টপ র‌্যাপ অ্যালবাম: হলিউড’স ব্লিডিং (পোস্ট ম্যালোন)
টপ কান্ট্রি অ্যালবাম: হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট (লুক কম্বস)
টপ রক অ্যালবাম: ফিয়ার ইনোকুলাম (টুল ব্যান্ড)
টপ ল্যাটিন অ্যালবাম: ওয়েসিস (জে বালবিন ও ব্যাড বানি)
টপ ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: মার্শমেলো-ফোর্টনাইট এক্সটেন্ডেড সেট (মার্শমেলো)
টপ ক্রিশ্চিয়ান অ্যালবাম: জেসাস ইজ কিং (কানইয়ে ওয়েস্ট)
টপ গসপেল অ্যালবাম: জেসাস ইজ কিং (কানইয়ে ওয়েস্ট)

সেরা গানগুলো
টপ হট হান্ড্রেড সং: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
টপ স্ট্রিমিং সং: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
টপ সেলিং সং: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
টপ রেডিও সং: সাকার (জোনাস ব্রাদার্স)
টপ কোলাবোরেশন: সেনোরিটা (শন মেন্ডেস ও কামিলা কাবেলো)
টপ আরঅ্যান্ডবি সং: টক (খালিদ)
টপ র‌্যাপ সং: ওল্ড টাউন রোড (লিল ন্যাস এক্স ফিচারিং বিলি রে সাইরাস)
টপ কান্ট্রি সং: টেন থাইজেন্ড আওয়ার্স (ড্যান প্লাস শেই ও জাস্টিন বিবার)
টপ রক সং: হে লুক মা, আই মেড ইট (প্যানিক! অ্যাট দ্য ডিস্কো)
টপ ল্যাটিন সং: কন কামা (ড্যাডি ইয়াঙ্কি ফিচারিং স্নো)
টপ ড্যান্স/ইলেক্ট্রনিক সং: ক্লোজ টু মি (এলি গোল্ডিং ও ডিপ্লো ফিচারিং সোয়েই লি)
টপ ক্রিশ্চিয়ান সং: গড অনলি নৌজ (ফর কিং অ্যান্ড কান্ট্রি)
টপ গসপেল সং: ফলো গড (কানইয়ে ওয়েস্ট)

 

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!