X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কণার প্রথম চার কোটি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১২:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৬:৫০

দিলশাদ নাহার কণা দিলশাদ নাহার কণার জন্য দুই-চার কোটির ঘটনা নতুন কিছু নয়! কারণ, তার রেকর্ড বুকে অলরেডি পাঁচ আর সাত কোটির ঘটনাও আছে। হিসাবটি টাকার নয়, ভিউ-এর। ইউটিউব ভিউ।
কণার গাওয়া ‘দিল দিল’ এরইমধ্যে অতিক্রম করেছে সাত কোটি আর ‘ওহে শ্যাম’ পাঁচ কোটি। দুটোই সিনেমার গান। বিপরীতে এবারই প্রথম চার কোটি ভিউ অতিক্রম হলো তার গাওয়া কোনও আধুনিক গান। ২৭ অক্টোবর কণার গাওয়া ‘ইচ্ছেগুলো’ গানচিত্রটি এই মাইলফলক অতিক্রম করে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
সিএমভি’র প্রযোজনায় শরীফ আল দীনের কথায় নাজির মাহমুদের সুরে এই গানচিত্রটি প্রকাশ পেয়েছিল ২০১৭ সালে।
চার কোটি ভিউ পার করা প্রসঙ্গে কণা বলেন, ‘গানটি বেশ সফট আর রোমান্টিক। যে গানগুলোর কদর আমাদের এখানে সচরাচর খুব একটা দেখা যায় না। এটি আমারও অসম্ভব পছন্দের একটা গান। তবে ভাবিনি, অন্যরাও এভাবে পছন্দ করবেন। এটা আমাদের সংগীতাঙ্গনের জন্য শুভ লক্ষণ বলেই মনে করি। তা না হলে, এই গান হিট হতো না। আমি কৃতজ্ঞ শ্রোতা, দর্শক এবং গানটি সৃষ্টির সঙ্গে জড়িত প্রতিটি মানুষের প্রতি। এমন গান আরও করতে চাই।’
গানটির ভিডিওতে মডেল হয়েছেন আজহার ও তাসনুভা তিশা। নির্মাণ করেছেন একে পরাগ। কণ্ঠশিল্পী হিসেবে উপস্থিতি ছিল কণারও।
ইচ্ছেগুলো:

এদিকে করোনাকালের ভয়কে জয় করে সাত মাস পর সম্প্রতি স্টেজ শো আর রেকর্ডিংও শুরু করেছেন কণা। তবে সেটা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার