X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সুজাতা

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৩:১৬আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৭:১৩

সুজাতা কালজয়ী ‘রূপবান’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
গতকাল (২৪ নভেম্বর) রাতে তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বর্তমানে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। পর্যবেক্ষণ করে চিকিৎসকরা শিগগিরই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নেবেন।
আজ বেলা ১২টায় জায়েদ খান বলেন, ‘দুপুরের পর উনার হৃদযন্ত্রে রিং পরানো হতে পারে। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। বাসাতেই হার্ট অ্যাটাক হয়েছে। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আশা করি, দুপুরের মধ্যেই শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা সেখানে যাবো।’
জানা যায়, সুজাতা থাকেন রাজধানীর রামপুরায়। বাসাতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।
কর্মজীবনের শুরুতে সুজাতা মঞ্চ নাটকে অভিনয় করতেন। পরবর্তী সময়ে ওবায়দুল হকের ‘দুই দিগন্ত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিনয় শুরু করেন। তবে ‘রূপবান’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন। কাজ করেছেন প্রায় অর্ধশত ছবিতে। অভিনয় করেছেন টিভি নাটকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
‘বাবার সাইকেল’ নিয়ে আসছেন নাহিদ হাসান
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মেট গালায় শাহরুখকে দিতে হল নিজের পরিচয়!
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
বিদেশি সিনেমার ওপর ট্রাম্পের শতভাগ শুল্ক আরোপ!
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’
‘আমাদের সিনেমা দেখে বিদেশিরা হাসেন’