X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

আবদুল কাদের: বিদায় জানানো হবে শিল্পকলা একাডেমিতে

বিনোদন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১২:০৪আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১২:৩৪

আবদুল কাদের শেষ শ্রদ্ধা কিংবা দর্শনের জন্য অভিনেতা আবদুল কাদেরের মরদেহ নেওয়া হবে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।
কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি বাংলা ট্রিবিউনকে জানান, আজ (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে অভিনেতার মরদেহ নেওয়া হবে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে। সেখানে প্রায় দুই ঘণ্টা রাখা হবে।
জেমি বলেন, ‘নাট্যাঙ্গনের মুরব্বীদের পরামর্শ নিয়ে পারিবারিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি শিল্পকলা একাডেমিতে যাওয়ার বিষয়টি। তার আগে জোহরের নামাজের পর প্রথম জানাজা হবে মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদে। এরপর আমরা যাবো শিল্পকলা একাডেমিতে।’
জেমি আরও জানান, শিল্পকলা একাডেমি থেকে নিয়ে যাওয়া হবে সোজা বনানী কবরস্থানে। মাগরিবের নামাজের পর তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে সেখানে।
‘কোথাও কেউ নেই’ নাটকের ‘বদি’ কিংবা ‘ইত্যাদি’ ম্যাগাজিনের ‘মামা’ চরিত্রে অনবদ্য অভিনয় করে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করা অভিনেতা আবদুল কাদের। ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ (২৬ ডিসেম্বর) সবাইকে ছেড়ে চলে গেলেন পরপারে।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বহুমাত্রিক অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার