X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বিফোরইউ চ্যানেলে প্রীতমের ‘ভাইয়া’

বিনোদন রিপোর্ট
০৩ মার্চ ২০১৬, ১৪:১২আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৩:১৯

বুধবার থেকে বিশ্বের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল বিফোরইউ মিউজিক-এ নিয়মিত সম্প্রচার শুরু হয়েছে প্রীতমের গান ‘ভাইয়া’। যার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে মুক্তি পেল গানটি। সঙ্গে নিজের গান নিয়ে বিশ্ব বাজারে যাত্রা করলেন বিষয়ভিত্তিক গানের জনপ্রিয় এ শিল্পী।
বিফোরইউ মিউজিকে চলছে প্রীতমের ‘ভাইয়া’ প্রীতম আহমেদ বলেন, ‘আমি খুবই আনন্দিত। প্রথম থেকেই চেষ্টা করেছি একজন বাংলাদেশি শিল্পী হিসেবে আন্তর্জাতিক মান বজায় রেখে সারাবিশ্বে নিজের গান ছড়িয়ে দিতে। সেই চেষ্টার প্রথম ধাপ অতিক্রম করলাম এ গানটির আন্তর্জাতিক সম্প্রচারের মধ্য দিয়ে।’
নিজের কথা ও সুরে ‘ভাইয়া’ গানটির আন্তর্জাতিক সংস্করণে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় ‌'র‌্যাপশিল্পী' হার্ড কৌর। তিন ভাষার মিশ্রণে তৈরি গানটির ব্যয়বহুল ভিডিওটি নির্মিত হয়েছে মুম্বাইয়ের বোম্বে ব্রাদার্স স্টুডিওতে। নির্মাণ করেছেন বলিউড পরিচালক আইয়াজ খান। এদিকে ব্যয়বহুল এ ভিডিওটি আপাতত বিফোরইউ মিউজিক চ্যানেলেই (ইউরোপ অংশ) সম্প্রচার হলেও পর্যায়ক্রমে এটি এমটিভি, এমটিউনসসহ বিশ্বের বিভিন্ন মিউজিক চ্যানেলে প্রচারের প্রক্রিয়া চলছে বলে জানান প্রীতম।
বিফোরইউ মিউজিকে চলছে প্রীতমের ‘ভাইয়া’ ‘ভাইয়া’ গানটির আন্তর্জাতিক সংস্করণ প্রসঙ্গে প্রীতম জানান, গানটির কথায় বাংলার পাশাপাশি ইংরেজি ও হিন্দি ভাষাও ব্যাবহার হয়েছে। কারণ হিসেবে বলেন, ‘প্রাণের ভাষা বাংলার সঙ্গে ইংরেজি ও হিন্দি জুড়ে দেওয়ার একটাই কারণ- আন্তর্জাতিক বাজারে গানটিকে সহজে কমিউনিকেট করা।’ গানটির ভিডিও প্রসঙ্গে প্রীতম আরও বলেন, ‘আমি জানি মুম্বাইয়ের মতো জায়গায় একটি গান ভিডিও করার খরচ দিয়ে আমাদের দেশে স্বল্প বাজেটের একটি সিনেমা বানানো সম্ভব। আমাদের শ্রোতারা যেভাবে ফ্রি গান শোনেন হয়তো কোনওদিনই আমাদের দেশের বাজার থেকে এই লগ্নি উঠে আসবে না। কিন্তু শুরুটা তো করা উচিত। বাংলা গানটাকে বিশ্ব প্রতিযোগিতায় নেওয়া উচিত। বিদেশি শিল্পী-সুরকার ডেকে এনে আমরা আর কত হাততালি দিব? আর কত শুনবো, দেশি শিল্পীরা তো বিদেশিদের মতো জমাতে পারে না। আমি চাই, স্টেজ শোতে বিদেশি শিল্পীদের আগে বাংলাদেশি শিল্পীদের দুধভাত উপস্থাপন বন্ধ হোক।’
ভাইয়া গানটি তৈরির গল্প দেখুন:

/এমএম/ 

সম্পর্কিত সংবাদ:
# বছরের প্রথম গান ‘ভাইয়া’
# বোম্বে ব্রাদার্স স্টুডিওতে ‘ভাইয়া’

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার