X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দিতির মেয়ে লামিয়ার ক্ষোভ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ এপ্রিল ২০১৬, ১৫:০৪আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:০৬

দিতি।
গত ২০ মার্চ না ফেরার দেশে পাড়ি দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।

দেশের চলচ্চিত্রের এ গুণীর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করেছেন। কিন্তু এখনও এক শ্রেণির মানুষ মায়ের মৃত্যু নিয়ে শোক প্রকাশ নামে ব্যবসা করছেন বলে অভিযোগ তুলেছেন দিতির মেয়ে লামিয়া চৌধুরী।

একজন মৃত মানুষকে নিয়ে নোাংরা এই মানসিকতায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

ঘটনার শুরু ফেসবুকে। তাই সেখানেই লামিয়া এ ক্ষোভ জানিয়েছেন।

শুক্রবার দুপুরে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‌‘আমি লক্ষ করছি, এখনও আমার ফেসবুক নিউজ ফিডে মায়ের ছবি হুমড়ি খেয়ে পড়ছে। সঙ্গে আছে বিস্তারিত। যার ১০ ভাগ হলো মাকে নিয়ে লেখা আর ৯০ ভাগ হলো তাদের কাজের প্রচারণা! যা অসংবেদনশীলতার প্রমাণ!'

তিনি আরও বলেন, ‌'একজন মিডিয়া ব্যক্তিত্ব হওয়ায় মায়ের জন্য এটা (শোক প্রকাশ) ঘটবে। কিন্তু কিছু মানুষ তোমাকে (দিতি) নিয়ে এখনও ব্যবসা করছেন, মৃত্যুর পরও!'

তিনি সাবধান করে বলেন, 'এভাবে মানুষকে পণ্য করা থামান। এ স্ট্যাটাস আপনার জন্য, যে আমার স্ট্যাটাসটি পড়ছেন। এবং তারপরও এ কাজটি যদি করেন, তাহলে আপনার জন্য ঘৃণা! তখন আমি আারও কঠিন হব।'

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর অভিনেত্রী দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে তাদের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তার দুই ছেলে মেয়ে- লামিয়া চৌধুরী ও দীপ্ত।

 
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার