X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কেক কেটে মহানায়িকার জন্মদিন পালিত

পাবনা প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ১৪:১২আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৫৬

কেক কেটে জন্মদিন নানা অনুষ্ঠানে আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নিজ জন্মভিটা পাবনায় আজ পালিত হলো বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৫তম জন্মদিন।

পাবনা সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে কেক কেটে ও র‌্যালির মাধ্যমে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের দিলালপুরে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়িতে এই কেক কেটে জন্মদিন পালন করা হয়।
এর আগে মহানায়িকা সুচিত্রা সেনের ছোটবেলার বিদ্যাপীঠ পাবনা টাউন গালর্স হাইস্কুলে বেলা ১০টায় কেক কাটা হয়। অন্যদিকে বেলা ১১ টায় পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ পাবনার আয়োজনে জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। সেখানে পাবনার বিশিষ্ট জনেরা মহানায়িকার বিভিন্ন বিষয়ে আলোকপাত ও শুভেচ্ছা বক্তব্য দেন। পরে কেক কেটে একে অপরকে খাইয়ে জন্মদিন পালন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক রেখা রানী বালো, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাম দুলাল ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সী মো: মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ন কবির মজুমদার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। আজ সন্ধ্যায় শহরের সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান, আলোচনা সভা ও সুচিত্রা অভিনীত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। সুচিত্রা সেনের জন্মদিনে শোভাযাত্রা

৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এ উৎসবে থাকছে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্র প্রদর্শনী। এরমধ্যে আছে ‘সপ্তপদী’, ‘গৃহদাহ’, ‘শাপমোচন’, ‘হসপিটাল’, ‘সাগরিকা’, ‘উত্তর ফাল্গুনী’ ও ‘হারনো সুর’। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মঞ্চে এগুলোর প্রদর্শনী চলবে ।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন