X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নতুন গানের খবর দিলেন বিপ্লব

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৫:৩২আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৩

কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। যার রক্তে গান, দূর দেশে গিয়েও তিনি গান নিয়েই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। ব্যান্ড তারকা বিপ্লবও তার ব্যাতিক্রম নন।

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লব কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে গান ছেড়ে তিনি থাকাতে পারেন না। ট্যাক্সি চালানোর ফাঁকে ফাঁকেই তিনি গানের চর্চায় ব্রত। বিপ্লব সময় ও সুযোগ বুঝে গান প্রকাশ করেন নিজের ভক্ত-শ্রোতাদের জন্য। সেই ধারাবাহিকতায় চলছে বিপ্লবের নতুন গানের আয়োজন।  

সোমবার (১৭ মার্চ) দেশের এক গণমাধ্যমকে তিনি জানান, নতুন দুটি গানের কাজ পুরোদমে চলছে। গান দু’টি নিয়ে যে তিনি বেশ রোমাঞ্চিত, সেটিও জানান।

জানা গেছে, বিপ্লবের গাওয়া একটি গান ঈদ উৎসবে, অন্যটি বাংলা নববর্ষে প্রকাশ করবেন। বিপ্লব তবে তিনি এখনই গান নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি নন। শুধু এটুকু জানিয়েছেন, ‘ভালোবেসে ফেলেছি তাকে ইচ্ছের অধিক’ শিরোনামে ঈদের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

বলা প্রয়োজন, নব্বই দশকের গানের জগতে দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগরবাউলের পাশাপাশি টেক্কা দিয়েছে তার প্রমিথিউস ব্যান্ডও।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য
সন্তান জন্মের পর যেমন ছিল দীপিকার মানসিক স্বাস্থ্য