X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

দেশের ‘ইত্যাদি’তে গুজব রুখে দেবে বিদেশিরা!

বিনোদন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৫:১৪আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৬:৫৪

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি গুরুত্বপূর্ণ পর্ব বিদেশি নাগরিকদের নিয়ে সাজানো হয়। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে তাদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন উপাস্থাপক হানিফ সংকেত।

শুধু আনন্দ দেওয়াই নয়, এই পর্বের রয়েছে বিশেষ উদ্দেশ্য। সেটি হলো, আনন্দ দেওয়ার পাশাপাশি বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে।

বিদেশিদের নিয়ে, বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্র উপস্থাপনের মাধ্যমে তুলে ধরা হয় বাংলা লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা ইত্যাদি। চমৎকার একটি শিক্ষামূলক বক্তব্যের মাধ্যমে শেষ হয় এই বিশেষ পর্ব।র

এবারও তার ব্যাতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও বিদেশিদের নিয়ে সাজানো হয়েছে পর্বটি।

এবারের পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইটালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক।

 যারা এ দেশে বিভিন্ন দূতাবাস ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাদের ছুটির দিনগুলোতে ইত্যাদির জন্য মহড়া করেন।

বিদেশিদের নিয়ে নির্মিত এবারের পর্বে থাকছে গুজব নিয়ে একটি চমৎকার নাটিকা।

একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক কলহ এবং মানসিক অশান্তি হতে পারে। সামাজিক সম্প্রীতি ও সংহতি বিনষ্ট হয়। মূলত, গুজবের কারণে সম্পর্কের এই টানাপোড়েন নিয়েই নির্মিত হয়েছে এবারের বিদেশিদের পর্ব। এরপাশাপাশি বরাবরের মতই রয়েছে বিদেশিদের অংশগ্রহণে একটি গানের সাথে অসাধারন নৃত্য।

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে  হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়।  আশাকরি প্রতিবারের মত এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

বলা প্রয়োজন, বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ প্রচারিত হবে বিটিভিতে, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

উল্লেখ্য, ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। 

 

/সিবি/
সম্পর্কিত
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
বিটিভির বৈশাখী আয়োজন সাজলো যেভাবে
দিনার-বিজরী দম্পতির ‘পাঁচফোড়ন’
দিনার-বিজরী দম্পতির ‘পাঁচফোড়ন’
আজ সেই ‘ইত্যাদি’
আজ সেই ‘ইত্যাদি’
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
ঈদে জমকালো ৬টি নাচের আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
উপস্থাপক হয়ে ফিরলেন টয়া 
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
বার্ধক্য একটি অসাধারণ উপহার: ডেমি মুর
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
এ আর রাহমানকে ২ কোটি রুপি জরিমানা
আবারও বিচারক পূর্ণিমা  
আবারও বিচারক পূর্ণিমা