X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ঈদে শিহাব শাহীনের তিন পরীক্ষা!

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১৫:০৮আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৭:০২

শিহাব শাহীন, রোমান্টিক নির্মাণে তার জুড়ি মেলা ভার। রোমান্সের পাশাপাশি  ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল...সব ধরনের কাজ করে নিজেকে বহু আগেই সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন তিনি।

এবারের ঈদে একইসঙ্গে ইউটিউব, ওটিটি এবং বড় পর্দয় সরব থাকবেন এই নির্মাতা।

বড় পর্দায় ১০ বছর পর ফিরছেন তিনি। ২০১৫ সালে আরিফিন শুভ এবং জাকিয়া বারী মমকে নিয়ে নির্মাণ করেছিলেন প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। এবার তিনি বড় পর্দায় নিজের দ্বিতীয় সিনেমা ‘দাগি’ দিয়ে প্রত্যাবর্তন করছেন। শিহাব শাহীন এদিকে, এবারের ঈদে মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’ সিনেমা।

বলা যায়, তিন মাধ্যমে এবার তার নির্মাতা হিসেবে পরীক্ষা হতে চলেছে। কোন মাধ্যমে তিনি এগিয়ে থাকবেন, সেটি সময়ই বলে দেবে। কিন্তু এ বিষয়ে শিহাব শাহীন কী ভাবছেন?  

তিনি বলেন, ‘দর্শকের সঙ্গে এঙ্গেইজ করতে পারলেই আমি খুশি, এটা আমার সব কনটেন্টের ক্ষেত্রেই। গল্পে দর্শকদেরকে এঙ্গেইজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ।’

একইসঙ্গে আসছে অনেকগুলো কাজ। এতে একটার জন্য অন্যটি ক্ষতিগ্রস্থ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে তা মনে হয় না। ইউটিউব  কিংবা ওটিটিতে কাজ দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা  তো এমন না। আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো। পরিবার কেন্দ্রিক গল্প, পাশাপাশি বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার  জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা। আর ওটিটির জন্য ওটিটির মতো করেই কনটেন্ট বানিয়েছি, যেটা নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। যেহেতু এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, দর্শকদের বাড়তি আগ্রহ রয়েছে।’

/সিবি/
সম্পর্কিত
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’
রাশিয়ায় ইউটিউবের ধীর গতি, তদন্তের নির্দেশ পুতিনের
রাশিয়ায় ইউটিউবের ধীর গতি, তদন্তের নির্দেশ পুতিনের
আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে
আইসিটি’র ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড পলকের কাছে
পশুর হাটে ইউটিউবার ও টিকটকারের উৎপাত
পশুর হাটে ইউটিউবার ও টিকটকারের উৎপাত
বিনোদন বিভাগের সর্বশেষ
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
সত্যজিতের জন্মদিনে ‘প্রিয় সত্যজিৎ’
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
ট্রেলারে আগ্রহ বাড়ালেন জয়া-মহসিনা, মুক্তি ১৬ মে
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
নবীন নির্মাতাদের জন্য নতুন উদ্যোগ
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান থেকে টিভি নাটক
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!
২০০০ পর্বের মালইলফলক ছুঁয়ে জন্মদিন!