X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হলো নাটক

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২৫, ১৬:৪৭আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৩৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে নাটক ‘আয়েশা আদিত্য’। নাটকটি প্রযোজনা করেছে কাহিনি।

নাটকের গল্প এমন, প্রভাবশালী রক্ষণশীল পরিবারের মেয়ে আয়েশার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আদিত্য নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবকের। একসময় আয়েশার পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারে। এরপর এক সকালে নদীতে পাওয়া যায় আদিত্যর মৃতদেহ।

এমনই গল্পে নির্মিত ‘আয়েশা আদিত্য’ নাটক, যা ইউটিউবে মুক্তি পাওয়ার পর  শুরু হয় তুমুল সমালোচনা। সমালোচনার মুখে ইউটিউব থেকে নাটকটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নাটকটি নির্মাণ করেছেন সজীব খান। ২৫ মে তিনি এক ফেসবুক পোস্টে দর্শকের কাছে ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেছেন, “আমি নির্মাতা। নাটক নির্মাণ করা আমার পেশা। সেই নাটক  বানাতে গিয়ে আমি সর্বদা চেষ্টা করেছি যাতে কখনও কারও অনুভুতিতে কোনও আঘাত না লাগে। সাম্প্রতিক সময়ে আমার নির্মিত নাটক ‘আয়েশা আদিত্য’ রিলিজ হয়। রিলিজ হওয়ার পর আমি বুঝতে পারি, নাটকটা আমার অনেক মুসলিম ভাই-বোনদের অনুভূতিতে আঘাত করেছে। যা পুরোটাই আমাদের অনিচ্ছাকৃত ভুল। আমি ব্যক্তিগতভাবে কোনোদিনই চাইনি আমার কোনও কাজের দ্বারা আমার কোন মুসলিম ভাই-বোন কেউ কষ্ট পাক। তারপরও এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি এবং আমার টিম ক্ষমাপ্রার্থী। নাটকটা এরইমধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে। আমি ভবিষ্যতে সতর্ক থাকবো যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়।”  

নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও সাবরিন আজাদ। পার্থ শেখও এক ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘এমন কোনো কাজ করবো না যা মুসলিম ভাই-বোনদের অনুভূতিতে আঘাত করতে পারে। তাই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। আমি কখনোই চাইনি কেউ কষ্ট পাক। বিশেষ করে আমাদের ইসলাম ধর্মের মূল্যবোধ বা ধর্মীয় অনুভূতিকে আঘাত হোক। আমাকে সবাই ক্ষমা করবেন।’

উল্লেখ্য, ‘আয়েশা আদিত্য’ নাটকটিতে আয়েশা চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ এবং আদিত্য চরিত্রে পার্থ শেখ।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
ফাহাদ ফাসিলকে নিয়ে আগ্রহী আলিয়া!
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
রাশিয়ায় আবার পুরস্কৃত বাংলাদেশি ‘মাস্তুল’
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
অবশেষে পাওয়া গেল নতুন হ্যারি পটার
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
সবাইকে এনসিপি-জামায়াত থেকে দূরে থাকতে বললেন সায়ান
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা
নির্মাতা উজ্জ্বলের নাটকে ফেরা