X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গুলশানে জিম্মি অবস্থার তিনটি ভিডিও

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৬, ১২:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৬, ১৭:১১
image

রাজধানীর গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পাশাপাশি জিম্মি করে রাখা হয় দেশি-বিদেশি নাগরিকদের। সে সময় পার্শ্ববর্তী ভবন থেকে ধারণ করা কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। অবশ্য পরে ভিডিওগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরীয় নাগরিক ডি.কে হোয়াং তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব ভিডিও প্রকাশ করেছেন। তবে তিনি ভিডিওগুলোর ক্যাপশনে দাবি করেছেন, জিম্মিদের মুক্ত করতে পরিচালিত অভিযানের ভিডিও। তবে অভিযান পরিচালনাকারী যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিওগুলোর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। ভিডিওগুলো তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হলেও ইউটিউবে তা পাওয়া যাচ্ছে। 

জিম্মি অবস্থা নিয়ে পোস্ট করা ওই তিনটি ভিডিওর একটির বর্ণনায় হোয়াং লিখেছেন, আপনারা একটি গ্যাস সিলিন্ডার দেখতে পারছেন। এর পাশেই টেবিলে দু'জন জিম্মি। বাম দিকে আপনারা জঙ্গিদের দেখতে পাবেন। 

 জিম্মিদশা নিয়ে পোস্ট করা অন্য এক ভিডিওতে তিনি লিখেছেন, যখন সমঝোতার কথাবার্তা চলছিলো এটি তখনকার ভিডিও। ভেতরে জিম্মিদের দেখা যায়। 

 এ সংক্রান্ত তৃতীয় ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বের হয়ে যাচ্ছেন ৫ জন। 

উল্লেখ্য, ফেসবুকে ডি.কে হোয়াংয়ের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ভিডিওগুলো আদতে গুলশানের জিম্মিদশারই কিনা, তা স্থানীয় কোনও সূত্র নিশ্চিত করেনি। হোয়াং-এর ব্যক্তিগত তথ্যে উল্লেখ করা হয়েছে তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন। 

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: 

গুলশানের রেস্টুরেন্টে কমান্ডো অভিযানের ৫টি ভিডিও

জিম্মি অবস্থা থেকে একই পরিবারের ৫ জনের মুক্তির ভিডিও

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি