X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গুলশান হামলাকে ‘ক্ষমার অযোগ্য সন্ত্রাস’ বললেন শিনজো আবে

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ১০:২৭আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১০:২৮
image

গুলশানের ক্যাফে হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় সাত জাপানি নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। হামলার নিন্দা জানিয়ে তিনি এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ‘ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

রবিবার (৩ জুলাই) শিনজো আবে বলেন, ‘জাইকা কর্মীদের হত্যা ক্ষমার অযোগ্য। এ ঘটনা গভীর বেদনাদায়ক। নিহতরা কি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়েছিলেন, তা ভাবলেও আমি নির্বাক হয়ে যায়। এটা একটি ক্ষমার অযোগ্য সন্ত্রাস।’

তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত ক্ষুব্ধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমাদের এমন সন্ত্রাসের শক্ত জবাব দিতে হবে।’  

গুলশান হামলায় নিহতদের মধ্যে রয়েছেন সাতজন জাপানি। দু’জন নারী ও পাঁচজন পুরুষ। তারা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-তে কর্মরত ছিলেন। জানা গেছে, মেট্রোরেল নির্মাণের কাজের সঙ্গে তারা জড়িত ছিলেন। জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, নিহত জাপানিদের ছবি ও তাদের সঙ্গে থাকা জিনিসপত্রের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের রেস্টুরেন্ট  ‘হলি আর্টিজান বেকারি’তে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। গুলি করতে করতে ভেতরে ঢুকে রেস্টুরেন্টে থাকা লোকদের জিম্মি করে ফেলে তারা। খবর পেয়ে গুলশান থানাসহ আশেপাশের থানাগুলো থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গিয়েই তারা রেস্টুরেন্ট কম্পাউন্ডে ঢুকে পড়ে। সন্ত্রাসীরা অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক দিয়ে পাল্টা আক্রমণ করলে পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। পিছু হটতে বাধ্য হন পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর শনিবার সকাল সাতটা চল্লিশে শুরু হয় ‘অপারেশন থান্ডারবোল্ট’। ১২-১৩ মিনিটের মধ্যে সন্ত্রাসীদের নির্মূল করা হয়। সাড়ে আটটায় অপারেশন সমাপ্ত করা হয়।

অভিযানে ৩ জন বিদেশি, যার মধ্যে ১ জন জাপানি এবং ২ জন শ্রীলঙ্কান নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আর অভিযানের পর তল্লাশি শেষে আরও ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়। অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হন বলে জানানো হয়।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য জাপান টাইমস।

/এসএ/

সম্পর্কিত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট