X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভারত-যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৬, ১৬:২৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৬:৩১

যুক্তরাষ্ট্র ও ভারতের পতাকা যুক্তরাষ্ট্র ও ভারত সামরিক সরঞ্জাম চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি অনুসারে উভয় দেশ একে অপরের ভূমি, আকাশসীমা ও নৌ ঘাঁটি ব্যবহার করতে পারবে মেরামত ও পুনঃসরবরাহের জন্য। চীনের সঙ্গে সমুদ্রে বিরোধ মোকাবিলায় উভয় দেশ প্রতিরক্ষা বন্ধন গড়ে তুলছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার এক যৌথ সংবাদ সম্মেলনে ‘লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট’ (এলইএমওএ) চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। উভয় দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চুক্তিটিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এবং এর রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

অ্যাশ কার্টার বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে যৌথ অভিযানে সরঞ্জাম পাওয়া আরও সহজ ও কার্যকর হবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার বলেন, এই সমঝোতার ফলে যৌথ অভিযান বা মহড়ায় ভারত ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী  সহজেই একে অপরের সহযোগিতা করতে পারবে। 

এ চুক্তির আওতায় ভারত ও যুক্তরাষ্ট্রে একে অন্যের সামরিক ঘাঁটি ও সম্পদ ব্যবহার করতে পারবে। তবে এ চুক্তির অধীনে ভারতে মার্কিন সেনাদের অবস্থান অনুমোদন দেওয়া হয়নি।

চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ আশা করে প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতায় সৃষ্টিশীল ও আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যাবে এই চুক্তির কাঠামোর অধীনে। যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি ভাগাভাগি করতে রাজি হয়েছে। তা এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যা করা হয় ঘনিষ্ঠ মিত্র ও অংশীদারদের সঙ্গে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক বন্ধন হবে অভিন্ন মূল্যবোধ ও আগ্রহের ওপর ভিত্তি করে। উভয় দেশ মেনে চলবে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ