X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে তেমারের শপথ

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২২আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২২
image

মাইকেল তেমার ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দিলমা রৌসেফ চূড়ান্তভাবে অপসারিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার। স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) সিনেটের চেম্বারে শপথ নেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৭৫ বয়সী তেমার হাত তুলে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার শপথ গ্রহণ করেন। সমর্থকরা হাত তালি তাকে তাকে স্বাগত জানায়। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০১৮ সালের শেষ নাগাদ ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তেমার।
শপথ গ্রহণের পর মন্ত্রিসভার এক বৈঠকে ব্রাজিল সরকারের জন্য নতুন যুগের সূচনা করার অঙ্গীকার করেন নতুন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘বর্তমান প্রেসিডেন্সিয়াল শাসনের অংশ হিসেবে আজ আমরা দুই বছর চার মাস সময়ের জন্য নতুন একটি যুগের সূচনা করলাম।’
এর আগে পাঁচদিনের বিচার প্রক্রিয়া চলার পর বুধবার ব্রাজিলের সিনেটের ৮১ জন সদস্যের মধ্যে রৌসেফকে চূড়ান্তভাবে অভিশংসনের পক্ষে ভোট দেন ৬১ জন। রৌসেফের ক্ষমতায় থাকার পক্ষে ভোট দেন মাত্র ২০ জন সিনেট সদস্য।
অভিশংসিত প্রেসিডেন্ট দিলমা রৌসেফ
রৌসেফের বিরুদ্ধে অভিযোগ,ক্ষমতায় থাকাকালে ক্রমবর্ধমান ঘাটতি লুকাতে তিনি বাজেটে অবৈধভাবে হস্তক্ষেপ করেছেন। এ অভিযোগে চলতি বছরের মে মাসে ব্রাজিলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাকে অভিসংশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাকে সাময়িকভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হয়। ছয়মাস ধরে সিনেটে অভিশংসন শুনানি চলে। এ সময় রৌসেফ প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত ছিলেন। সেসময় ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে রৌসেফ সব সময় তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। সিনেটের শুনানিতে আত্মপক্ষ সমর্থন করে জবানবন্দিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই।

রৌসেফ দাবি করেন, তিনি আইন ভঙ্গ করেননি। এমন কোনও কাজ করেননি যার জন্য তাকে অভিশংসন করা যেতে পারে। তিনি বলেন, আমার সরকার ভুল করেছে কিন্তু কখনও ভোটারদের সঙ্গে প্রতারণা করেনি। আমার বিরুদ্ধে অযৌক্তিক ও অন্যায়ভাবে যেসব অভিযোগ আনা হয়েছে, সে অপরাধ আমি কখনও করিনি।

সিনেট শুনানিতে রৌসেফ তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াকে একে ‘সংসদীয় ক্যু’ বলে পুনরায় অভিহিত করেন। তিনি বলেন,আমাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই। আমি নির্দোষ, আমি একজন সৎ মানুষ এবং কখনও আমি কোনও অপরাধ করিনি।

/এফইউ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে