X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পাকিস্তান প্রশ্নে জাতিসংঘকে ব্যর্থ বলছে ভারত

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৬, ১৬:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:২৮
image

পাকিস্তানকে ইঙ্গিত করে ভারত দাবি করেছে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ভয়াবহ হুমকির একটি দেশকে মোকাবেলার ক্ষেত্রে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকরবউদ্দিন অভিযোগ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কাশ্মির প্রশ্নে অতীত টেনে আনছেন, যা ‘সময়োপযোগী নয়’। একে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে আকরবউদ্দিন এসব কথা বলেন।

জাতিসংঘে সৈয়দ আকবরউদ্দিন

পাকিস্তানের দিকে ইঙ্গিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনায় আকবরউদ্দিন বলেন, ‘জাতিসংঘ এখনও বিশ্ব শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিগুলোর একটিকে মোকাবিলায় কার্যকর কোনও পদক্ষেপ নিতে পারেনি।’

পাকিস্তানকে সতর্ক করে সৈয়দ আকরবউদ্দিন বলেন, ‘নিজের ব্যর্থ আকাঙ্ক্ষা দমন করুন। কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ আর তেমনটাই থাকবে। আন্তর্জাতিকভাবে পাকিস্তান আজেবাজে কথা বলে তা পরিবর্তন করতে পারবে না।’

২০ বছর ধরে আলোচনার পরেও জঙ্গিদের আটকাতে পাকিস্তান কোনও আন্তর্জাতিক আইন মেনে চলেনি বলে তিনি অভিযোগ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মিরের সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদ-এর কমান্ডার বুরহান ওয়ানির প্রশংসা করেন। এ নিয়ে প্রশ্ন তুলে নওয়াজ শরীফকে জঙ্গিবাদের মদদদাতা বলে ইঙ্গিত করেন আকবরউদ্দিন।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও একইভাবে পাকিস্তানের সমালোচনা করেন। তিনি কাশ্মিরকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করেন।

নওয়াজ শরীফ পাকিস্তানের পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। এসময় বুরহান সম্পর্কে তিনি বলেন, ‘বুরহান ওয়ানির শহীদ হওয়াটা কাশ্মিরের আন্দোলনে একটা মোড়। অসহায় নিষ্পাপ মানুষকে হত্যা করে এই আন্দোলন দমন করা যাবে না।’

বুরহানের মৃত্যুতে অগ্নিকুণ্ড কাশ্মির

মোদি গত মাসে বলেছিলেন, ‘ভারত-পাকিস্তানকে দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিযোগিতা করা দরকার।’ এই বক্তব্যের বিপরীতে নওয়াজ বলেন, ‘যদি তারা (ভারতীয় নেতারা) দারিদ্রের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চান, তাহলে একথা আগে বুঝতে হবে, খেতের মাঝে ট্যাংক চালিয়ে দারিদ্র কমানো যায় না।’

প্রসঙ্গত, ৮ জুলাই অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সেনা ও পুলিশের বিশেষ বাহিনীর যৌথ অভিযানে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানিসহ তিন হিজবুল যোদ্ধা নিহত হন। বুরহান নিহতের খবর ছড়িয়ে পড়লে কাশ্মির জুড়ে উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ কাশ্মিরিদের দাবি, বুরহানকে ‘ভুয়া এনকাউন্টারে’ হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রথমে পুলওয়ামা ও শ্রীনগরের কিছু অঞ্চলে কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বিক্ষোভ আরও জোরালো হলে পুরো কাশ্মিরজুড়ে কারফিউ সম্প্রসারিত হয়।

চলমান সংঘর্ষে ৯০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। এর মধ্যে আট হাজারই কাশ্মিরি বিক্ষোভকারী।     

সূত্র: এনডিটিভি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
মিয়ানমারের ৩৮ শরণার্থীকে ফেরত পাঠালো ভারত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা