X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ক্লিনটন নারী নিপীড়ক ও যৌন শিকারি: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৬, ২১:২২আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২১:২৪
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনি বিতর্কের পরপরই আবারও বিল ক্লিনটনকে আক্রমণ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক সমাবেশে তিনি বিল ক্লিনটনকে মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবথেকে ভয়াবহ নারী নিপীড়ক ও যৌন শিকারি বলে উল্লেখ করেন। সংবাদমাধ্যম হিলারিকে রক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনি প্রচারণায় ট্রাম্প

সম্প্রতি ১১ বছর আগে দেওয়া একটি নারীবিদ্বেষী বক্তব্য গত ফাঁস হওয়ার পর তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে টেলিফোনে ওই ‘বিতর্কিত’ সাক্ষাৎকারটি দিয়েছিলেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী। ফাঁস হওয়া অডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন।

এই অডিও ফাঁসের বিষয়টি উঠে আসে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কেও। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এ থেকে নারী সম্পর্কে ট্রাম্পের মনোভাব বোঝা যায়। ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন। আত্মপক্ষ সমর্থন করে ট্রাম্প এজন্য দুঃখ প্রকাশ করেন এবং একইসঙ্গে তীব্র আক্রমণ করেন হিলারি দম্পতিকে। নারীদের সঙ্গে নিজের যে কোনও ধরনের যৌন অসদাচরণের কথাও অস্বীকার করেন ট্রাম্প।

এরপর সোমবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে বিল ক্লিনটনকে ‘যৌন শিকারী’ বলে উল্লেখ করেন। বিলকে ‘ভয়াবহ নারী নিপীড়ক’ বলেও ট্রাম্প মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘যদি তারা এমন সব টেপ প্রকাশ করতে থাকে, তাহলে আমরাও বিল ও হিলারি কি কি করেছে, তা নিয়ে কথা বলতে থাকব। তাদের সম্পর্কে বলার মতো এমন অনেককিছুই আছে।’

তিনি বিল সম্পর্কে আরও বলেন, ‘প্রেসিডেন্ট পদে আসীন হওয়াদের মধ্যে তিনি সবচেয়ে ভয়াবহ নারী নিপীড়ক। তিনি একজন যৌন শিকারী।’

সংবাদমাধ্যমের সমালোচনায় ট্রাম্প বলেন, ‘সংবাদমাধ্যমের সহায়তা ছাড়া হিলারি দাঁড়াতেই পারতেন না। কেবল সংবাদমাধ্যমের জোরেই চলছেন হিলারি। এছাড়া তার কোনও সুযোগই ছিল না।’

ট্রাম্প অভিযোগ করেন, গত ৭২ ঘন্টায় তার বিরুদ্ধে ‘সাজানো ঘটনা’ প্রচার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি হিলারির ভণ্ডামি সামনে এনেছি, কিন্তু সংবাদমাধ্যম তা ঠিকমতো প্রকাশও করেনি। অথচ ১২ বছর আগে আমি বদ্ধঘরে কী বলেছিলাম তা নিয়ে বিশ্লেষণ চলেছে ৭২ ঘন্টা ধরে। রাজনীতির ইতিহাসে বিল ক্লিনটন সবচেয়ে বেশি নারী নির্যাতন চালিয়েছেন। আর হিলারি নারীদের বিভিন্ন সময়ে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।’  

সূত্র: রয়টার্স।  

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা