X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে ইকুয়েডর: উইকিলিকসের অভিযোগ

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ০৪:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ০৪:২৮
image

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও কর্পোরেশনের গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলা বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস অভিযোগ করেছে, ইকুয়েডর কর্তৃপক্ষই জুলিয়ান অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে। তবে অ্যাসাঞ্জকে হত্যার গুজব ছড়ানোর পর ইকুয়েডর জানিয়েছে, তারা অ্যাসাঞ্জকে রক্ষা করে যাবে।

জুলিয়ান অ্যাসাঞ্জ

সোমবার উইকিলিকসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়, লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এক টুইট বার্তায় বলা হয়, ‘সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমারা বিকল্প পরিকল্পনা শুরু করেছি।’

ওই টুইট বার্তার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাসাঞ্জের বিষয়ে বিভিন্ন গুজব ছড়াতে থাকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের গোপন তথ্য তথ্য ফাঁস আটকাতে তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করা হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হিলারির নির্বাচনি প্রচারণা শিবিরের চেয়ারম্যান জন পোডেস্তার ইমেইল ফাঁসের পরপরই এই কথা জানায় উইকিলিকস।

উইকিলিকসের টুইটার বার্তা

এদিকে, ওই গুজবের জবাব দিয়েছে ইকুয়েডর কর্তৃপক্ষ। ইকুয়েডরে অবস্থিত মন্ত্রণালয়ের থেকে একটি সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা প্রেস এসোসিয়েশন (পিএ)-এর কাছে দাবি করেছে, ‘২০১২ সালে রাজনৈতিক আশ্রয় নেওয়া জুলিয়ান অ্যাসাঞ্জকে রক্ষা করে যাবে ইকুয়েডর।’ ওই সূত্র আরও দাবি করেছে, তারা টুইটারে ছড়ানো গুজবের কোনও প্রতিক্রিয়া জানায় না।

ওই বক্তব্যের পর অপর এক টুইট বার্তায় উইকিলিকস স্পষ্টভাবেই ওই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার জন্য ইকুয়েডর কর্তৃপক্ষকে দায়ী করেছে। উইকিলিকস-এর দাবি, ‘আমরা নিশ্চিত করছি, শনিবার গ্রিনিচ মান সময় ৫টায় গোল্ডম্যান শ্যাস-এ দেওয়া ক্লিনটনের ভাষণ প্রকাশের কিছুক্ষণ পরই ইকুয়েডর অ্যাসাঞ্জের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।’  

উইকিলিকসের টুইটার বার্তা

উল্লেখ্য, ২০০৬ সালে বিকল্পধারার সংবাদমাধ্যম উইকিলিকস প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাশালীদের বিভিন্ন অপকর্মের গোপন দলিল প্রকাশ করে আসছে উইকিলিকস।

এক পর্যায়ে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়। ২০১০ সালে সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২০১২ সালের ১৯ জুন গ্রেফতার এড়াতে তিনি ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। দূতাবাসে একটি ঘরকে শয়নকক্ষ ও অফিস হিসেবে ভাগ করে ব্যবহার করেন তিনি।

সূত্র: ডেইলি মেইল।

/এসএ/

সম্পর্কিত
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে